বলিউডে বেশ খানিকটা গ্যাপ। ইমরান হাসমি কি লাইম লাইটে আসার জন্য সব কিছু করতে রাজি! তেমনটাই হয়তো ভেবে নিয়েছিল এই সংস্থা, তাই তড়িঘড়ি পৌঁছে ছিল বড় অঙ্কের প্রস্তাব।
এক দুই নয়, চার কোটি টাকা দিতে রাজি সংস্থা। তার জন্য ঠিক কী করতে হবে ইমরান হাসমিকে! এক মাদক প্রস্তুতকারি সংস্থার মুখ হতে হবে ইমরান হাসমিকে।
কারণ একটাই, ইমরান হাসমিকে লাইম লাইটে আনা। তবে এই টোপ গিললেন না ইমরান হাসমি। সাফ জানালেন, তিনি কোনও এমন সংস্থার সঙ্গে যুক্ত হতে চান না।
বড় বড় সেলিব্রিটিরা যে সংস্থার মুখ হয়েছে অতীতে, বর্তমানে সেই সংস্থাকে না করে দিলেন ইমরান। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। ভক্তদের কথা মাথায় রেখেই, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই বর্তমানে সরব নেটপাড়া।
উঠছে প্রশ্ন, কেন সেলেবরা এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছে, কটা টাকার জন্য বিপন্ন হচ্ছে বহু জীবন। অক্ষয় কুমার বর্তমানে ক্ষমা চেয়ে নিলেও কোথাও গিয়ে যেন কটাক্ষের শিকার তাঁকে হতেই হচ্ছে।
প্রশ্ন উঠছে অজয় দেবগণকে নিয়েও। আবারও বহু স্টার এই সকল সংস্থাকে হ্যাঁ বলে দেন, কেবল মাত্র তাঁদের পকেট গরম করার জন্য। এবার আর সেই পথে হাঁটলেন না ইমরান।