মিটু মুভমেন্ট শুরু হওয়ার পর থেকেই একের পর এক অভিনেত্রীরা নিজেদের জীবনের কঠিন সত্যগুলিকে সামনে তুলে আনার সাহস পাচ্ছে। বলিউডে মিটু মুভমেন্টকে সাপোর্ট করেছিলেন কঙ্গনা রানাওয়াত।
প্রথমটায় কেউ মুখ খোলার সাহস পেত না, যার মূল কারণ ছিল ভয়, লজ্জা, সামাজিক গঠন। তবে এখন সেই ছক ভাঙা পরিস্থিতিতে সকলেই প্রতিবাদের ঝড় তুলেছে এই নানা অধ্যায় নিয়ে।
জাজমেন্ট ডে এপিসোডে সম্প্রতি মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি জানান, বলিউডের অন্দরমহলে যৌন নিগ্রহ নতুন কিছু নয়। এটাই বরং বি-টাউনের আসল চেহারা।
মানুষের সুযোগ নেওয়াটা খুব কমন বিষয়। বিশেষ করে সিনেদুনিয়ায়। ফ্যাশন দুনিয়ায়। আমরা যতই এই ইন্ড্রাস্ট্রিকে চাপা দিয়ে রাখার চেষ্টা করি না কেন, এটাই সত্য।
মিটু-তে মুখ খুলে কোনও লাভই হয় না বলে দাবি করেন কঙ্গনা। তাঁর কথায় যে সব মেয়েরা এসেছিল অভিযোগ করতে, আজ তাঁরা উধাও। আমি তাঁদের সাপোর্ট করেছিলাম, বলিউড আমায় ব্যান করেছে।
লক আপে এমনই নানা অধ্যায় নিয়ে বারে বারে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় কঙ্গনাকে। এবারও তার ব্যতিক্রম হল না।