Akshay Kumar: অক্ষয়ের মাথায় ইয়াব্বড় টাক! কীভাবে ঢেকে রাখেন জানেন?
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
May 04, 2022 | 9:24 PM
Bollywood: 'প্যাডম্যান' ছবির প্রচারের সময় তিনি লুকিয়ে রাখেননি কিছুই। লুকিয়ে রাখেননি মাথার অত্তবড় টাকটা। তারকারা সচরাচর এমনটা কিন্তু করেন না। ঢেকেঢুকেই রাখেন সবটা। কিন্তু অক্ষয় করেননি তেমনটা। টাক না লুকিয়েই চলে এসেছিলেন প্রচারে।
1 / 6
'প্যাডম্যান' ছবির প্রচারের সময় তিনি লুকিয়ে রাখেননি কিছুই। লুকিয়ে রাখেননি মাথার অত্তবড় টাকটা। তারকারা সচরাচর এমনটা কিন্তু করেন না। ঢেকেঢুকেই রাখেন সবটা। কিন্তু অক্ষয় করেননি তেমনটা। টাক না লুকিয়েই চলে এসেছিলেন।
2 / 6
একমাত্র রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ছাড়া প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। তাই ভবিষ্যতে যদি সুযোগ আসে নিঃসন্দেহে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করবেন।
3 / 6
মুহূর্তে তা ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ার পাতায়। মাধুরি দীক্ষিত থেকে শুরু করে মানসী, নায়িকাদের বয়স যেন ক্রমেই নিম্নমুখী। এই নিয়ে অতীতেও প্রশ্ন করা হয়েছিল অক্ষয় কুমারকে।
4 / 6
সলমনের মতো অক্ষয়েরও দক্ষিণ আফ্রিকায় গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করা কথা ছিল।
5 / 6
কিন্তু শুটিংয়ের চাপের কারণে তিনি সেটি আর নাকি করে উঠতে পারেননি।
6 / 6
'কেশরি' ছবির শুটিংয়ের সময় মাথায় পাগড়ি পরেছিলেন অক্ষয়। সে সময় গরম লাগবে বলে মাথার সব চুল কামিয়ে ফেলেছিলেনন তিনি।