Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zeenat Aman: মা হতে চাই, কোন ভয়ে তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে বসেছিলেন জিনাত

Retro Gossip: ১৯৯৯ সালে, তিনি সিমি গেরেওয়ালের টক শো-তে এসে জানিয়েছিলেন, কেন তিনি তড়িঘড়ি মাজহার খানকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

| Edited By: | Updated on: Jun 27, 2022 | 7:48 PM
বলিউডের অন্যতম বোল্ড অভিনেত্রী ছিলেন জিনাত আমান। যিনি প্রতিটা পদে পুরুষ ভক্তদের মনে ঝড় তুলে এসেছেন। তবে নিজের জীবনে প্রেমকে খুব বেশি রঙিন হতে দেননি তিনি।

বলিউডের অন্যতম বোল্ড অভিনেত্রী ছিলেন জিনাত আমান। যিনি প্রতিটা পদে পুরুষ ভক্তদের মনে ঝড় তুলে এসেছেন। তবে নিজের জীবনে প্রেমকে খুব বেশি রঙিন হতে দেননি তিনি।

1 / 6
নিয়েছিলেন তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত। ১৯৯৯ সালে, তিনি সিমি গেরেওয়ালের টক শো-তে এসে জানিয়েছিলেন, কেন তিনি তড়িঘড়ি মাজহার খানকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

নিয়েছিলেন তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত। ১৯৯৯ সালে, তিনি সিমি গেরেওয়ালের টক শো-তে এসে জানিয়েছিলেন, কেন তিনি তড়িঘড়ি মাজহার খানকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

2 / 6
জিনাতের কথায় তিনি মা হতে চেয়েছিলেন। মা হওয়ার নির্দিষ্ট একটা সময় থাকে ডাক্তারের পরিভাষায়। যে সময়ের মধ্যে সন্তান নিলে মা ও সন্তান দুজনের স্বাস্থ্যের পক্ষেই তা ভাল।

জিনাতের কথায় তিনি মা হতে চেয়েছিলেন। মা হওয়ার নির্দিষ্ট একটা সময় থাকে ডাক্তারের পরিভাষায়। যে সময়ের মধ্যে সন্তান নিলে মা ও সন্তান দুজনের স্বাস্থ্যের পক্ষেই তা ভাল।

3 / 6
সেই সময়টা পেরিয়ে যাচ্ছিলেন বলে মনে হয়েছিল জিনাত আমানের। সেই কারণেই তিনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সিমিকে তিনি আরও জানান, সেই সময়টা তিনি ভীষণভাবে মা হতে চেয়েছিলেন।

সেই সময়টা পেরিয়ে যাচ্ছিলেন বলে মনে হয়েছিল জিনাত আমানের। সেই কারণেই তিনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সিমিকে তিনি আরও জানান, সেই সময়টা তিনি ভীষণভাবে মা হতে চেয়েছিলেন।

4 / 6
জিনাতের কথায়, বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবার গঠনের জন্যই।  তাই তিনি যখন মা হতে চেয়েছিলেন, তখনই স্থির করেছিলেন বিয়ের পিঁড়িতে বসবেন।

জিনাতের কথায়, বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবার গঠনের জন্যই। তাই তিনি যখন মা হতে চেয়েছিলেন, তখনই স্থির করেছিলেন বিয়ের পিঁড়িতে বসবেন।

5 / 6
জিনাত বিয়ের পিণড়িতে বসেছিলেন ১৯৮৫ সালে। বিয়ের ১৪ বছরের মাথায় প্রয়াত হন মাজহার খান। তবে জিনাতকে মন দিয়েছিলেন অনেকেই। যার মধ্যে দেব আনন্দ হলেন অন্যতম।

জিনাত বিয়ের পিণড়িতে বসেছিলেন ১৯৮৫ সালে। বিয়ের ১৪ বছরের মাথায় প্রয়াত হন মাজহার খান। তবে জিনাতকে মন দিয়েছিলেন অনেকেই। যার মধ্যে দেব আনন্দ হলেন অন্যতম।

6 / 6
Follow Us: