Relationship Gossip: ২ দিনের ‘প্রেম-প্রেম খেলা’, নাকি ঘর বাঁধার স্বপ্ন সিদ্ধার্থ-কিয়ারার, করণের প্রশ্নে সত্যিটা জানিয়ে দিলেন স্টারজুটি
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Aug 16, 2022 | 4:12 PM
Kiara Advani: বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন সম্পর্কে নাম জড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রার। তবে কিয়ারা আডবানীর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা প্রায় তিন বছর ধরেই তুঙ্গে।
1 / 5
বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন সম্পর্কে নাম জড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রার। তবে কিয়ারা আডবানীর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা প্রায় তিন বছর ধরেই তুঙ্গে।
2 / 5
যদিও ভুল ভুলাইয়া ২ ছবির শুট করতে গিয়ে কিয়ারা জানিয়েছিলেন তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। কেরিয়ারেই মন দিতে চান। কার্তিককে নিয়ে ক্ষণিকের জল্পনা ঝড় তুললেও তা যে বাস্তব নয়, প্রমাণ মিলেছিল তারও।
3 / 5
বর্তমানে রমরমিয়ে চলছে কফি উইথ করণ। ঝড়ের গতিতে ভাইরাল এই শো-এর প্রতিটা এপিসোড। করণ জোহরের ডাকে এই পর্বে উপস্থিত হতে দেখা য়ায় বহু তারকাকে। কিন্তু তালিকায় থাকলেন না শাহরুখ খান। কেন!
4 / 5
মুহূর্তে করণ পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বসেন। যদিও তা নিয়ে খুব চর্চা না হলেও সিদ্ধার্থের উত্তরে যে স্পষ্ট হ্যাঁ বা না ছিল না, তা নজর কাড়ে। তবে কি এখনও সেই পর্যায় পৌঁছায়নি তাঁদের সম্পর্ক!
5 / 5
প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও একবার বিচ্ছেদকে ঘিরে প্রশ্ন ওঠায় এবার আর সম্পর্ক নিয়ে কথা বলতে চান না তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না।