TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 16, 2022 | 3:44 PM
আইএফএ-র আয়োজনে ৪২তম ফুটবলপ্রেমী দিবস পালন।(নিজস্ব ছবি)
প্রতিবারের মতো এ বারও রক্তদান শিবিরের আয়োজন করে আইএফএ।(নিজস্ব ছবি)
১৯৮০ সালের ১৬ অগাস্ট ইডেনে বড় ম্যাচ দেখতে গিয়ে প্রাণ হারান ১৬ জন ফুটবলপ্রেমী।(নিজস্ব ছবি)
১৬ জন ফুটবলপ্রেমীর স্মরণে প্রতিবছরই এই দিনটিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।(নিজস্ব ছবি)
এ বার অমিত ভদ্রর সই করা শংসাপত্র হাতে পেলেন রক্তদাতারা। (নিজস্ব ছবি)