নতুন বছরের প্রথমেই এক দারুণ সুখবর দিয়েছেন চার বারের গ্র্যান্ড স্লাম জয়ী, জাপানের নাওমি ওসাকা। প্রথমবারের জন্য মা হতে চলেছেন নাওমি। যে কারণে অস্ট্রেলিয়া ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। নাওমির ঘোষণায় খুশি তাঁর অনুরাগীরা। (ছবি:টুইটার)
দীর্ঘদিন ধরে গ্র্যামি মনোনীত ব়্যাপার কোর্ডেইয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন নাওমি। বিয়ে বাঁধনে না বাঁধলেও সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত সন্তানের আগমনের জন্য নিজেদের প্রস্তুত রাখছেন ওসাকা-কোর্ডেই। (ছবি:টুইটার)
বেলারুশের টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাও বিয়ের আগেই মা হয়েছেন। ২০১২ ও ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আজারেঙ্কা ২০১৬-তে অন্তঃসত্ত্বা হন। জন্ম হয় পুত্রসন্তানের। যদিও তার আগেই পার্টনারের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। সিঙ্গল মম হিসেবে সন্তানকে বড় করছেন আজারেঙ্কা। (ছবি:টুইটার)
এখনও টেনিস জগতের অন্যতম জনপ্রিয় মুখ মারিয়া শারাপোভা। অতীতে বহু সম্পর্কে জড়ালেও কোনওটাতেই থিতু হতে পারেননি মাশা। পাঁচ বারের গ্র্যান্ড স্লামজয়ী শারাপোভা গতবছর হঠাৎই বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে চলার খবর জানান।(ছবি:টুইটার)
২০১৮ সাল থেকে ব্রিটিশ বিজনেস টাইকুন আলেকজান্ডার গিলেক্সের সঙ্গে বাগদান হয় মাশার। তবে এই কাপল এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। আপাতত পুত্র সন্তানকে বড় করে তোলার পিছনে মন দিয়েছেন রুশ টেনিস সুন্দরী।(ছবি:টুইটার)
টেনিস জগতের কিংবদন্তিদের তালিকায় পড়েন সেরেনা উইলিয়ামস। ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক গতবছর টেনিসকে বিদায় জানিয়েছেন। মার্কিন তারকা ২০১৭ সালে নাটকীয়ভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর বিশ্বকে জানিয়েছিলেন। (ছবি:টুইটার)
২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সেরেনা উইলিয়ামস। তখন তিনি তিনমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গ্র্যান্ড স্লাম জয়ের পর সেরেনা প্রেগনেন্সির খবর প্রকাশ করতেই হইচই পড়ে যায়। তিনমাসের গর্ভবতী সেরেনা গ্র্যান্ড স্লামের মতো মেজর টুর্নামেন্ট জিতে বিশ্ববাসীর কুর্নিশ আদায় করে নেন।(ছবি:টুইটার)
২০১৭ সালের ১ সেপ্টেম্বর সেরেনার মেয়ে অলিম্পিয়ার জন্ম। সন্তান পৃথিবীর আলো দেখার পর পার্টনার অ্যালেক্সিস ওহানিয়নের সঙ্গে চার হাত এক হয় সেরেনার।(ছবি:টুইটার)