World Water Day 2022: রোজকারের জীবনে ছোট্ট পরিবর্তনেই আপনি রোধ করতে পারবেন জলের অপচয়
TV9 Bangla Digital | Edited By: megha
Mar 22, 2022 | 11:57 AM
Lifestyle Tips: আজ বিশ্ব জল দিবসে অঙ্গীকার নিন জলের অপচয় রোধ করার। বেশি কিছু নয়, দৈনন্দিন জীবনযাত্রায় আনুন সামান্য পরিবর্তন। এটাই আগামী দিনের জন্য জল সরক্ষণে বিশেষ ভূমিকা পালন করবে।
1 / 6
আজ বিশ্ব জল দিবস। মানব জীবনে ও বিশ্বে জলের গুরুত্ব নিয়ে মানুষকে সচেতন করতে এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রচারের উদ্দেশ্যেই প্রতি বছর ২২ মার্চ এই দিনটি পালিত হয়। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম পালিত বিশ্ব জল দিবস হয়। এই বছরের থিম হল ভূগর্ভস্থ জল: অদৃশ্য সম্পদকে দৃশ্যমান করে তোলা’।
2 / 6
রোজকার জীবনে সামান্য পরিবর্তন এনেই আমরা জলের অপচয় রোধ করতে পারি। সারাদিনের নানা কাজে ব্যাপক ভাবে জল ব্যবহৃত হয়। এই সব কাজ করার সময় যদি আমরা একটু সতর্ক থাকি, তাহলেই ভবিষ্যতের জন্য জল সংরক্ষণ করতে পারব।
3 / 6
বনভূমি ধ্বংসের কারণে যেমন তাপমাত্রা বাড়ছে তেমনই কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। তবুও বৃষ্টির দিনে আমরা জল সংরক্ষণ করতে পারি। ওই জল দিয়েই আপনি আপনার বাগানে জল দিতে পারেন।
4 / 6
এখন বেশির ভাগ বাড়িতে অ্যাকোয়াগার্ড রয়েছে। নতুন প্রযুক্তির ফলে এখন অর্ধেকের বেশি জল আরও ফ্লিটার হয়ে বেরিয়ে যায়। ওই জল আপনি একটা পাত্রে ধরে রাখুন। ওই জল দিয়ে আপনি বাসন মাজতে পারেন, ঘর মুছতে পারেন, জামা-কাপড় কাচার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন।
5 / 6
শাওয়ারের তলায় ঘণ্টার পর ঘণ্টায় দাঁড়িয়ে থাকেন? এতে ব্যাপকভাবে জলের অপচর হয়। স্নানের জল বালতিতে জল ভরে ব্যবহার করুন। এতে জল কম খরচ হবে। একই ভাবে মুখ ধোয়ার সময়, ব্রাশ করার সময় কল খুলে দাঁড়িয়ে থাকবেন না।
6 / 6
বাড়িতে কোনও কল বা কোনও পাইপ লাইনে লিকেজ রয়েছে কিনা সেদিকে খেয়াল রাখুন। এতে টপ-টপ করে ক্রমাগত জল পড়ে। আপনি খেয়াল না করলেও এতে বেশ অনেকটাই জল নষ্ট হয়।