কোভিড-১৯ মহামারি, গোটা বিশ্বকে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করতে বাধ্য করেছে। বদলে দিয়েছে কর্মস্থলের ধারনা। মোবাইল অ্যাক্সেস প্রযুক্তি সংস্থা 'কিসি' সম্প্রতি সারা বিশ্বের কর্মস্থল সংক্রান্ত এক গবেষণাপত্র প্রকাশ করেছে। এই তালিকাটি তৈরি করা হয়েছে অতিরিক্ত কাজের হার, স্বাস্থ্য পরিষেবার সুবিধা প্রাপ্তি এবং কাজের নিরাপত্তার ভিত্তিতে। ৫১ টি মার্কিন মেট্রো শহর এবং বিশ্বের ৪৯ টি প্রধান শহর থেকে তথ্য সংগ্রহ করেছে তারা। বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে বিশ্বের সেরা ১০ টি শহরের তালিকাও তৈরি করেছে 'কিসি'। আসুন দেখে নেওয়া যাক।