World’s Dirtiest Man Alive: বয়স ৮০-এর কিছু বেশি, স্নান করেননি প্রায় ৬৭ বছর, গোঁফ দাড়ি না কামিয়ে পুড়িয়ে ফেলেন ইনি…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Jan 10, 2022 | 11:19 AM
সজারুর মাংস বেশ জমিয়ে খান তিনি। আর নেশা বলতে ধূমপান। তবে তামাক খেতে একেবারেই পচ্ছন্দ করেন না। পৃথিবীর সবথেকে অপরিস্কার মানুষের সম্বন্ধে বিস্তারে জেনে নিন...
1 / 6
ইরানের এক বৃদ্ধ টানা ৬৭ বছর ধরে স্নানের জল গায়ে ঢালেননি। সে দেশের সংবাদমাধ্যমে তার এমন খবরে অনেকের বিস্মিত হয়েছেন। কেউ কেউ বলছেন এই বৃদ্ধই বিশ্বের সবচেয়ে ‘নোংরা, অপরিষ্কার’ ব্যক্তি।
2 / 6
‘তেহরান টাইমস’ নামে ইরানের একটি দৈনিক সংবাদপত্রের দাবি, কেরমানশাহ প্রদেশের দেজগাহ গ্রামের বাসিন্দা আমো হাজি স্নান করেননি প্রায় সাত দশক।
3 / 6
কেন বাথরুমে ঢুকে আর পাঁচটা মানুষের মতো স্নান করেন না তিনি এ নিয়ে মানুষের মাঝে রয়েছে অনেক কৌতুহল। গায়ে ধুলোবালি, কাদামাথা ৮৭ বছরের হাজির স্বীকারোক্তি, ‘জল দেখলে ভয় হয়। মনে হয় স্নান করলেই অসুস্থ হয়ে পড়ব!’
4 / 6
বছরের পর বছর ধরে স্নান না করা এই বৃদ্ধ সুস্থ রয়েছেন বলে ইরানের সংবাদমাধ্যম দাবি করেছে। তবে গায়ে মাথায় নিয়মিত সাবান-শ্যাম্পুর ঘষামাজা না হওয়ায় একটু অন্য রকমের ‘রূপ’ হয়েছে তাঁর।
5 / 6
বৃদ্ধ যেন বাইবেলের পাতা থেকে উঠে আসা চরিত্রের মতো দেখতে হয়ে গিয়েছেন। ঠিক যেন রান্নাঘরের চিমনি বেয়ে নেমে আসা মোজেস। তেমনই গোঁফদাড়িতে ঢাকা গোটা মুখ। গায়-মাথা ছাইমাখা ও নোংরা।
6 / 6
গোঁফদাড়ি বড় হলে নাপিতের কাছে যান না এই বৃদ্ধ। বরং আগুন জ্বালিয়ে তাতে মুখটা এগিয়ে দেন। মানে পুড়ে ফেলেন।