Ana Maria Markovic: রোনাল্ডো না মেসি? বিশ্বকাপে G.O.A.T বিতর্ক উসকে দিলেন সুন্দরী ফুটবলার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 08, 2022 | 8:00 AM

ক্রোয়েশিয়ার মহিলা ফুটবলার অ্যানা মারিয়া মার্কোভিচ। বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার নাকি তিনিই। কাতারে চলছে সবচেয়ে বড় ফুটবল উৎসব। এইসময় অ্যানা একটু আধটু শিরোনামে থাকবেন না, তা কী করে হয়?

1 / 6
ক্রোয়েশিয়ার মহিলা ফুটবলার অ্যানা মারিয়া মার্কোভিচ। বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার নাকি তিনিই। কাতারে চলছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব। এইসময় অ্যানা একটু আধটু শিরোনামে থাকবেন না, তা কী করে হয়? (ছবি:ইনস্টাগ্রাম)

ক্রোয়েশিয়ার মহিলা ফুটবলার অ্যানা মারিয়া মার্কোভিচ। বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার নাকি তিনিই। কাতারে চলছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব। এইসময় অ্যানা একটু আধটু শিরোনামে থাকবেন না, তা কী করে হয়? (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
বিশ্বকাপের মাঝে ফের একবার G.O.A.T বিতর্ক উসকে দিলেন তিনি। লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বর্তমান ফুটবল বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার কে? উত্তর দিয়েছেন অ্যানা।(ছবি:ইনস্টাগ্রাম)

বিশ্বকাপের মাঝে ফের একবার G.O.A.T বিতর্ক উসকে দিলেন তিনি। লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বর্তমান ফুটবল বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার কে? উত্তর দিয়েছেন অ্যানা।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
তাঁর মতে, সর্বকালের সেরা ফুটবলার বর্তমানে হাজারো বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ কী? ক্রোট ফুটবলার বলেছেন, "রোনাল্ডো সর্বস্ব উজাড় করে খেলেন। ঠিক সেভাবেই নিজেকে গড়ে তুলেছেন। এটা শৃঙ্খলাবোধের জন্য হয়েছে।" (ছবি:ইনস্টাগ্রাম)

তাঁর মতে, সর্বকালের সেরা ফুটবলার বর্তমানে হাজারো বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ কী? ক্রোট ফুটবলার বলেছেন, "রোনাল্ডো সর্বস্ব উজাড় করে খেলেন। ঠিক সেভাবেই নিজেকে গড়ে তুলেছেন। এটা শৃঙ্খলাবোধের জন্য হয়েছে।" (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
রোনাল্ডোকে এগিয়ে রাখলেও মেসির জন্য অগাধ শ্রদ্ধা অ্যানার হৃদয়ে। বলেছেন, "মেসি একজন অসাধারণ ফুটবলার। ফুটবল বিশ্বের অন্যতম সেরা একজন মানুষ।"(ছবি:ইনস্টাগ্রাম)

রোনাল্ডোকে এগিয়ে রাখলেও মেসির জন্য অগাধ শ্রদ্ধা অ্যানার হৃদয়ে। বলেছেন, "মেসি একজন অসাধারণ ফুটবলার। ফুটবল বিশ্বের অন্যতম সেরা একজন মানুষ।"(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
পেশাদার ফুটবলে ২৩ বছরের মার্কোভিচের প্রবেশ ২০১৭-১৮ মরসুমে। সুইস সুপার লিগে খেলেন গ্রাসহপারসের হয়ে। ক্লাবের হয়ে ম্যাচ খেলার হাফ সেঞ্চুরি করে ফেলেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

পেশাদার ফুটবলে ২৩ বছরের মার্কোভিচের প্রবেশ ২০১৭-১৮ মরসুমে। সুইস সুপার লিগে খেলেন গ্রাসহপারসের হয়ে। ক্লাবের হয়ে ম্যাচ খেলার হাফ সেঞ্চুরি করে ফেলেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
ক্রোয়েশিয়ার মহিলা ফুটবল দলে অ্যানার পা পড়ে ২০২১ সালে। ক্রোয়েশিয়ার জার্সিতে ৯টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর।(ছবি:ইনস্টাগ্রাম)

ক্রোয়েশিয়ার মহিলা ফুটবল দলে অ্যানার পা পড়ে ২০২১ সালে। ক্রোয়েশিয়ার জার্সিতে ৯টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর।(ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery
Peanuts: গানের কথায় ভাল, তবে শরীরের জন্য কতটা উপকারী কাঁচা বাদাম?
Ayurvedic Tips: স্যালাদে মুলো, শসা একসঙ্গে খাচ্ছেন, কী মারাত্মক ভুল করছেন, জানেন?