ঈপ্সা চ্যাটার্জী |
Aug 24, 2024 | 5:59 PM
এশিয়ার অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা এই রেল নেটওয়ার্কে একাধিক এমন রেলপথও রয়েছে, যা অত্যন্ত দুর্গম ও ভয়ঙ্কর।
তবে ভারতেই নয়, একাধিক দেশেই রয়েছে এমন দুর্গম রেলপথ। তবে সবথেকে ভয়ঙ্কর রেলপথ কোথায় আছে জানেন? এই রেলপথেই চলে বিশ্বের সবথেকে ধীর গতির এক্সপ্রেস ট্রেন।
সুইজারল্যান্ডের গ্লেসিয়ার এক্সপ্রেস হল বিশ্বের সবথেকে ধীরগতির ট্রেন। এর গতি ঘণ্টায় ২৪ মাইল।
এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে এত স্লো বা ধীরগতিতে কেন যায় ট্রেনটি? কারণ এই ট্রেন পাহাড়ের উপরে তৈরি ২৯১টি ব্রিজ ও ৯১টি সুড়ঙ্গ বা টানেল পার করে যায়।
আলপাইন পাহাড়ের উপরে তৈরি রেলপথ দিয়েই যায় গ্লেসিয়ার এক্সপ্রেস। জ়েরম্যাট থেকে সেন্ট মরিজ় পর্যন্ত এই রেলপথের মাঝেই পড়ে ৯১টি টানেল ও ২৯১টি ব্রিজ।
বিশ্বের সবথেকে ধীরগতির এই রেলে যাত্রার সময় ৮ ঘণ্টা। তবে এই ৮ ঘণ্টায় এক মুহূর্তও বোর বা বিরক্ত হবেন না আপনি।
এর কারণ হল যাত্রাপথের অপরূপ সৌন্দর্য্য। কখনও বরফে ঢাকা রাস্তা, কখনও শুষ্ক পাহাড়, কখনও আবার সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে ছুটে যায় ট্রেনটি।
রোন হিমবাহ থেকে শুরু করে রাইন খাদ, যা সুইৎজারল্যান্ডের গ্রান্ড ক্যানিয়ন নামেও পরিচিত, তার উপর দিয়ে যায় গ্লেসিয়ার এক্সপ্রেস। খাওয়া-দাওয়ার বিপুল ব্যবস্থাও রয়েছে এই ট্রেনে।