Paris’ Arc De Triomphe Wrapping: প্যারিসের বিখ্যাত স্মৃতিসৌধকে ফেব্রিক দিয়ে পুরোপুরি মুড়ে ফেলা হল…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Sep 25, 2021 | 10:41 AM

ক্রিস্টোর ভাইপো ভ্লাদিমির ইয়াভাচেভ, যিনি এই পুরো প্রকল্পের খরচের দায়িত্ব নিয়েছেন, তিনি ক্রিস্টোর স্বপ্ন পূরণ করতে উদ্যত হয়েছিলেন। প্রায় ১৬.৫ মিলিয়ন ডলার (প্রায় ১,২১,৮২,৭৩,৩৭৫ টাকা) খরচ করেছেন তিনি।

1 / 6
প্যারিসের অন্যতম বিখ্যাত আকর্ষণ আর্ক ডি ট্রাইম্ফে বর্তমানে ২,৭০,০০০ বর্গফুট লম্বা রুপালি কাপড়ে মোড়া রয়েছে। সাইটটি পর্যটকদের অবাক করে দিয়েছে। ল্যান্ডমার্ক স্মৃতিস্তম্ভটি আগামী কয়েক সপ্তাহের জন্য সবার চোখের আড়ালে থাকবে।

প্যারিসের অন্যতম বিখ্যাত আকর্ষণ আর্ক ডি ট্রাইম্ফে বর্তমানে ২,৭০,০০০ বর্গফুট লম্বা রুপালি কাপড়ে মোড়া রয়েছে। সাইটটি পর্যটকদের অবাক করে দিয়েছে। ল্যান্ডমার্ক স্মৃতিস্তম্ভটি আগামী কয়েক সপ্তাহের জন্য সবার চোখের আড়ালে থাকবে।

2 / 6
যাঁরা প্যারিসে যেতে পারছেন না তাঁরা এই পুরো পদ্ধতিটি অনলাইনে দেখতে পাবেন। অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

যাঁরা প্যারিসে যেতে পারছেন না তাঁরা এই পুরো পদ্ধতিটি অনলাইনে দেখতে পাবেন। অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

3 / 6
মোড়ানোর এই প্রকল্পটি ২০২০ সালের শুরুতে হওয়ার কথা ছিল। কিন্তু মহামারী পরিস্থিতির কারণে এই প্রকল্প শুরু হতে দেরি হয়েছিল।

মোড়ানোর এই প্রকল্পটি ২০২০ সালের শুরুতে হওয়ার কথা ছিল। কিন্তু মহামারী পরিস্থিতির কারণে এই প্রকল্প শুরু হতে দেরি হয়েছিল।

4 / 6
এই প্রকল্পটি মূলত স্মৃতিস্তম্ভের নির্মাতা ক্রিস্টো এবং তাঁর স্ত্রীর পাশপাশি জিন-ক্লডের দ্বারা কল্পনা করা হয়েছিল। তাঁরা ৬০-এর দশকে স্মৃতিস্তম্ভটি ফ্যাব্রিকের মধ্যে মোড়ানোর পরিকল্পনা শুরু করেছিলেন। কিন্তু ক্রিস্টো ২০২০ সালের মে মাসে মারা যান।

এই প্রকল্পটি মূলত স্মৃতিস্তম্ভের নির্মাতা ক্রিস্টো এবং তাঁর স্ত্রীর পাশপাশি জিন-ক্লডের দ্বারা কল্পনা করা হয়েছিল। তাঁরা ৬০-এর দশকে স্মৃতিস্তম্ভটি ফ্যাব্রিকের মধ্যে মোড়ানোর পরিকল্পনা শুরু করেছিলেন। কিন্তু ক্রিস্টো ২০২০ সালের মে মাসে মারা যান।

5 / 6
জন সাধারণ ১৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই শিল্পকর্ম দেখতে পাবেন। একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সেখানে মানুষ আর্ক ডি ট্রাইম্ফে মোড়ানোর জন্য ক্রিস্টোর ৬০ বছরের পরিকল্পনার কিছু আভাস পাবেন।

জন সাধারণ ১৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই শিল্পকর্ম দেখতে পাবেন। একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সেখানে মানুষ আর্ক ডি ট্রাইম্ফে মোড়ানোর জন্য ক্রিস্টোর ৬০ বছরের পরিকল্পনার কিছু আভাস পাবেন।

6 / 6
বিশ্ব ক্রিস্টোকে তাঁর বৃহত্তর জীবনের ইনস্টলেশনের জন্য চিনে এসেছে। তাঁর কিছু বিখ্যাত মোড়কের কাজ নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এবং বার্লিনের রাইখস্ট্যাগ সংসদ ভবনে রাখা আছে। এগুলি প্রত্যেকটি তাঁর অসাধারণ কীর্তির ছাপ রাখে।

বিশ্ব ক্রিস্টোকে তাঁর বৃহত্তর জীবনের ইনস্টলেশনের জন্য চিনে এসেছে। তাঁর কিছু বিখ্যাত মোড়কের কাজ নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এবং বার্লিনের রাইখস্ট্যাগ সংসদ ভবনে রাখা আছে। এগুলি প্রত্যেকটি তাঁর অসাধারণ কীর্তির ছাপ রাখে।

Next Photo Gallery