শিল্পীদের মৃত্যু হয় না। তাঁরা আজীবন বেঁচে থাকেন সৃষ্টির মধ্য দিয়ে। তাঁরা যেন 'তারা' হয়ে যান। বাইশে বিনোদন জগতের বেশ কিছু নক্ষত্রদের হারিয়েছি আমরা। এক নজরে হারানোর তালিকাটা দেখে নেওয়া যাক।ছবি: টুইটার
বাইশের শুরুতেই নৃত্য জগত হারিয়েছে তার কথক সম্রাট বিরজু মহারাজকে। গত ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ছবি: টুইটার
৬ ফেব্রুয়ারি, সকলকে কাঁদিয়ে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর। দেখতে দেখতে একটা বছর পার। ১৯৪০-এর দশক থেকে যাঁর সঙ্গীত জগতের সফর এক স্বর্ণযুগের অধ্যায়।
বাইশের ১৬ ফেব্রুয়ারি 'অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)' -তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে 'ডিস্কো কিং'-এর বয়স হয়েছিল ৬৯ বছর। ছবি: টুইটার
গত ২৯ মে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা। ব়্যাপ জগতে বেশ সুনাম ছিল সিধুর। শুভদীপ সিং ওরফে সিধুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল তাঁর ভক্তমহলে। ছবি: টুইটার
গত ৩১ মে কলকাতার বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেকে, ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কেকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল গোটা ভারতে। ছবি: টুইটার
বাইশের ২১ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের। সারাজীবন সকলকে হাসিয়ে গিয়েছেন তিনি। তবে ওই দিন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন রাজু। ছবি: টুইটার
গত ৭ অক্টোবর জীবনের গাড়ি থেমে যায় কিংবদন্তি অভিনেতা অরুণ বালির। চলতি বছরে জানা গিয়েছিল বিরল রোগ নিউরোমাসকুলার ডিজিজ-এ ভুগছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শেষ বারের মতো রুপোলী পর্দায় তাঁকে দেখা গিয়েছিল আমির খান এবং করিনা কাপুরের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। ছবি: টুইটার
চলতি বছরের ১১ নভেম্বর, আচমকাই জিম করতে করতে মৃত্যু হয় 'কসৌটি জিন্দেগি কি' খ্যাত অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর। মাত্র ৪৬ বছর বয়সেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। ছবি: টুইটার
গত ২৬ নভেম্বর মৃত্যু হয় ভারতীয় সিনেমার এক কিংবদন্তি বিক্রম গোখালের। মাল্টি অরগ্যান ফেলিওরের কারণে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে গোখালের বয়স হয়েছিল ৭৫ বছর। ছবি: টুইটার