T20 World Cup 2022: বাইশে ইংল্যান্ডের অধিনায়ক বাটলারের বড় প্রাপ্তি কুড়ি-বিশের বিশ্বকাপ

Year Ender 2022: দেখতে দেখতে ২০২২ সালের ক্যালেন্ডারের দিন ফুরোনোর পথে। আর ক'দিন পরই একটা নতুন বছর শুরু হবে। বিশ-বাইশ জুড়ে ক্রীড়া দুনিয়ায় একাধিক স্মৃতি তৈরি হয়েছে। তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম, টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জস বাটলারের ইংল্যান্ড। ইওন মর্গ্যান অবসর নেওয়ার পর ইংল্যান্ডের টি-২০ ফর্ম্যাটে নেতৃত্বের ব্যাটন জস বাটলারের (Jos Buttler) কাঁধে। ক্যাপ্টেনের গুরুদায়িত্ব কাঁধে নিয়েই দেশকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন বাটলার।

| Edited By: | Updated on: Dec 27, 2022 | 7:00 AM
২০২২ সালে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলারের (Jos Buttler) প্রাপ্তি, দেশের হয়ে টি২০ ফর্ম্যাটের ক্যাপ্টেন হওয়া। এই প্রাপ্তি দ্বিগুণ আনন্দে পরিণত হয়, যখন ইংল্যান্ড ২০২২ সালের টি২০ বিশ্বকাপে বাবর আজমের শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

২০২২ সালে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলারের (Jos Buttler) প্রাপ্তি, দেশের হয়ে টি২০ ফর্ম্যাটের ক্যাপ্টেন হওয়া। এই প্রাপ্তি দ্বিগুণ আনন্দে পরিণত হয়, যখন ইংল্যান্ড ২০২২ সালের টি২০ বিশ্বকাপে বাবর আজমের শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

1 / 7
৩০ বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড। ১৯৯২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের (ওয়ান ডে) ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। যদিও এ বার তার উল্টোটা হয়েছে। টি-২০ বিশ্বকাপের ফাইনালে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। কুড়ি-বিশের বিশ্বকাপের ফাইনালে ৫ উইকেটে জিতে নেন স্টোকসরা।

৩০ বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড। ১৯৯২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের (ওয়ান ডে) ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। যদিও এ বার তার উল্টোটা হয়েছে। টি-২০ বিশ্বকাপের ফাইনালে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। কুড়ি-বিশের বিশ্বকাপের ফাইনালে ৫ উইকেটে জিতে নেন স্টোকসরা।

2 / 7
বাইশের টি২০ বিশ্বকাপে সুপার-১২ পর্বে গ্রুপ-১ এ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ডের সঙ্গে ছিল ইংল্যান্ড। সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে জস বাটলারের ইংল্যান্ড।

বাইশের টি২০ বিশ্বকাপে সুপার-১২ পর্বে গ্রুপ-১ এ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ডের সঙ্গে ছিল ইংল্যান্ড। সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে জস বাটলারের ইংল্যান্ড।

3 / 7
সুপার-১২ পর্বের ৫ ম্যাচের ৩টিতে জয়, ১টিতে হেরে ৭ পয়েন্ট অর্জন করেছিল ইংল্যান্ড। আফগানিস্তানকে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারিয়ে কাপযাত্রা শুরু করেছিল ইংল্যান্ড। এর পর সুপার-১২ পর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড সকলকে চমকে দিয়ে ইংল্যান্ডকে হারিয়ে দেয়। পরের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সেখান থেকে টানা ৪ ম্যাচে জেতে ইংল্যান্ড।

সুপার-১২ পর্বের ৫ ম্যাচের ৩টিতে জয়, ১টিতে হেরে ৭ পয়েন্ট অর্জন করেছিল ইংল্যান্ড। আফগানিস্তানকে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারিয়ে কাপযাত্রা শুরু করেছিল ইংল্যান্ড। এর পর সুপার-১২ পর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড সকলকে চমকে দিয়ে ইংল্যান্ডকে হারিয়ে দেয়। পরের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সেখান থেকে টানা ৪ ম্যাচে জেতে ইংল্যান্ড।

4 / 7
কুড়ি-বিশের বিশ্বকাপের পুরো আসরে ভালো পারফর্ম করা বাবর আজমের পাকিস্তানকে টুর্নামেন্টের ফাইনালে হারিয়ে দেয় বাটলারের ইংল্যান্ড। মেলবোর্নের মেগা ফাইনালে ইংল্যান্ডের জয়ের পিছনে বড় অবদান ছিল তাদের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের। ৪৯ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন স্টোকস। তাতে ভর করেই গ্রিন আর্মিকে হারিয়ে দেয় ইংল্যান্ড।

কুড়ি-বিশের বিশ্বকাপের পুরো আসরে ভালো পারফর্ম করা বাবর আজমের পাকিস্তানকে টুর্নামেন্টের ফাইনালে হারিয়ে দেয় বাটলারের ইংল্যান্ড। মেলবোর্নের মেগা ফাইনালে ইংল্যান্ডের জয়ের পিছনে বড় অবদান ছিল তাদের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের। ৪৯ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন স্টোকস। তাতে ভর করেই গ্রিন আর্মিকে হারিয়ে দেয় ইংল্যান্ড।

5 / 7
মেলবোর্নের মেগা ফাইনালে মাত্র ১২ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন বাটলারের দলের তারকা অলরাউন্ডার স্যাম কারান। যে কারণে ম্যাচের সেরার পুরস্কার পান কারান। পাশাপাশি পুরো টুর্নামেন্টে মোট ৬টি ম্যাচে ১৩টি উইকেট নেওয়া কারানই পান টুর্নামেন্টের সেরার পুরস্কার।

মেলবোর্নের মেগা ফাইনালে মাত্র ১২ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন বাটলারের দলের তারকা অলরাউন্ডার স্যাম কারান। যে কারণে ম্যাচের সেরার পুরস্কার পান কারান। পাশাপাশি পুরো টুর্নামেন্টে মোট ৬টি ম্যাচে ১৩টি উইকেট নেওয়া কারানই পান টুর্নামেন্টের সেরার পুরস্কার।

6 / 7
প্রসঙ্গত, জস বাটলারের ইংল্যান্ডের কাছে টুর্নামেন্টের ফাইনালে হেরে পাকিস্তানকে দ্বিতীয় বার বিশ্বকাপ এনে দিতে পারেননি বাবর আজমরা। সুপার-১২ পর্বে গ্রুপ-২ এ ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও জিম্বাবোয়ের সঙ্গে ছিল পাকিস্তান। গ্রুপ-২ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পায় ইংল্যান্ড। কিন্তু শেষ অবধি গ্রিন আর্মির দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়।

প্রসঙ্গত, জস বাটলারের ইংল্যান্ডের কাছে টুর্নামেন্টের ফাইনালে হেরে পাকিস্তানকে দ্বিতীয় বার বিশ্বকাপ এনে দিতে পারেননি বাবর আজমরা। সুপার-১২ পর্বে গ্রুপ-২ এ ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও জিম্বাবোয়ের সঙ্গে ছিল পাকিস্তান। গ্রুপ-২ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পায় ইংল্যান্ড। কিন্তু শেষ অবধি গ্রিন আর্মির দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়।

7 / 7
Follow Us: