Congress: জমে থাকা ক্ষোভ পায়নি গুরুত্ব, দল ছাড়লেন সিব্বল, কংগ্রেস থেকে ‘আজাদি’ গুলামেরও
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Dec 23, 2022 | 7:50 PM
Kapil Sibal-Ghulam Nabi Azad: কপিল সিব্বল কাউকে দোষারোপ না করলেও, কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৫২ বছরের সম্পর্কে ইতি টানার জন্য রাহুল গান্ধীকেই দোষারোপ করেন গুলাম নবি আজাদ।
1 / 7
বিদ্রোহ দানা বাঁধছিল অনেকদিন আগে থেকেই। চিঠির মাধ্যমে, সভায় বা সংবাদমাধ্যমের সামনে, বারবার সেই ক্ষোভ তুলে ধরেছিলেন তাঁরা। কিন্তু শীর্ষ নেতৃত্বের কানে হয়তো তা পৌঁছয়নি। আর সেই কারণেই ২০২২-এ বড় ধাক্কা খেল কংগ্রেস। দল ছাড়লেন দুই প্রবীণ নেতা। কথা হচ্ছে গুলাম নবি আজ়াদ ও কপিল সিব্বলের।
2 / 7
কংগ্রেস থেকে প্রথমে বিদায় নেন প্রবীণ নেতা তথা দুঁদে আইনজীবী কপিল সিব্বল। তিন দশকের সম্পর্ক ছিন্ন করে গত ১৬ মে তিনি কংগ্রেস থেকে ইস্তফা দেন। সেই মাসেই ২৬ তারিখ সমাজবাদী পার্টির সমর্থন নিয়ে রাজ্যসভা প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন।
3 / 7
দলের বিরুদ্ধে, বিশেষ করে দলের নেতৃত্ব বরাবর গান্ধী পরিবারের হাতে থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি সরব হয়েছিলেন। তবে দল ছাড়ার পর তিনি বলেন, "আমার কোনও ক্ষোভ বা আক্ষেপ নেই। এগিয়ে চলার সময় এসেছে। বর্তমানে দেশের সমস্যা নিয়ে কেউ চিন্তিত নন, সকলে রাজনীতি করতেই ব্যস্ত। তাই আমি দেশের স্বাধীন কণ্ঠ হতে চাই।"
4 / 7
কবিল সিব্বলের ইস্তফার তিন মাস পরেই কংগ্রেসে ফের ধাক্কা। এবার ইস্তফা দিলেন আরেক প্রবীণ নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজ়াদ। ২৬ অগস্ট তিনি কংগ্রেসের সদস্যপদ থেকে শুরু করে যাবতীয় সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন।
5 / 7
কপিল সিব্বল কাউকে দোষারোপ না করলেও, কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৫২ বছরের সম্পর্কে ইতি টানার জন্য রাহুল গান্ধীকেই দোষারোপ করেন গুলাম নবি আজাদ। ৫০ পাতার ইস্তফাপত্রে সাফ জানান, দেশের মঙ্গল কামনায় কাজ করার ইচ্ছা ও ক্ষমতা-দুই-ই হারিয়ে ফেলেছে কংগ্রেস।
6 / 7
তাঁর অভিযোগ ছিল, রাহুল দায়িত্ব গ্রহণের পরই প্রবীণ এবং অভিজ্ঞ নেতাদের সরিয়ে দেওয়া হয়েছিল। ‘অনভিজ্ঞ স্তাবকদের নতুন গোষ্ঠী’কে দলে আনার জন্যও ক্ষোভ উগরে দেন। রাহুল ভাল মানুষ হলেও তাঁর যোগ্যতা নেই কংগ্রেসকে পরিচালনের, এ কথাও সাফ জানিয়ে দেন।
7 / 7
এদিকে গুলাম নবি আজ়াদ দল ছাড়ার পরই ইস্তফার হিড়িক পড়ে যায়। প্রায় শতাধিক কর্মী, যাদের মধ্যে অধিকাংশই কাশ্মীরের, তাঁরা কংগ্রস থেকে ইস্তফা দেন। অনুগামীদের নিরাশ করেননি গুলামও। কংগ্রেস থেকে আজ়াদি পেতেই তৈরি করলেন নিজের দল। নাম দিলেন 'ডেমোক্রাটিক আজ়াদ পার্টি"।