ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) বয়স ২৪। আর এই ২৪-এই এমবাপের সাফল্যের ঝুলি প্রায় পূর্ণ। কাতার বিশ্বকাপে তিনি দুরন্ত ফর্মেও ছিলেন। যদিও শেষ অবধি দলকে টানা দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে পারেননি এমবাপে। (ছবি-পিটিআই)
কাতার বিশ্বকাপে ফ্রান্সের প্রতি ম্যাচেই এমবাপের অবদান ছিল। দেশের জার্সিতে এ বারের বিশ্বকাপে এমবাপে মোট ৮টি গোল করেছেন। তিনিই এ বারের বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা। (ছবি-পিটিআই)
১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালের পর, এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে গোলের হ্যাটট্রিক হয়েছে। সেই হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের এই রেকর্ড ছিল। (ছবি-পিটিআই)
জিওফ হার্স্টের সেই রেকর্ড গত ৫৬ বছরে কেউ ভাঙতে পারেনি। এ বার পারলেন। তা করে দেখালেন ফ্রান্সের অন্যতম বড় ভরসা কিলিয়ান এমবাপে। (ছবি-পিটিআই)
আর্জেন্টিনার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের ফাইনালে ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করেন এমবাপে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন এমবাপে। এ ভাবেই ফাইনালে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েন এমবাপে। (ছবি-পিটিআই)
কাতার বিশ্বকাপে এমবাপের জাদুতে রীতিমতো মুগ্ধ ছিল ফুটবলবিশ্ব। টুর্নামেন্টে সর্বাধিক গোল করার সুবাদে গোল্ডেন বুট পেয়েছেন এমবাপে। (ছবি-কিলিয়ান এমবাপে টুইটার)
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ফ্রান্সের জাতীয় দলের হয়ে সিনিয়র স্তরে খেলছেন কিলিয়ান এমবাপে। দেশের জার্সিতে ৬৬ টি ম্যাচে খেলে ৩৬টি গোল করেছেন এমবাপে। এ ছাড়া অনূর্ধ্ব-১৭ ফ্রান্স দলের হয়ে ২টি ম্যাচে খেলেছিলেন তিনি। এবং অনূর্ধ্ব-১৯ ফ্রান্স দলের হয়ে ১১টি ম্যাচে ৭টি গোল করেছিলেন তিনি। (ছবি-পিটিআই)