Asian Games 2023: তেইশের প্রত্যাশা: নির্বিঘ্নে হোক ১৯তম এশিয়ান গেমস

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 30, 2022 | 3:40 PM

Year Ender 2022: করোনার থাবা এখন আগের মতো প্রকট নয়। এই মহামারি এক সময় জনজীবন স্তব্ধ করে দিয়েছিল। খেলার জগতেও তার আঁচ পড়েছিল। দীর্ঘ সময় কোনও খেলা হয়নি। এর পর ধীরে ধীরে করোনার চোখ রাঙানি কমতে থাকে যখন, শুরু হয়ে যায় একাধিক টুর্নামেন্ট। দেখতে দেখতে ২০২২ সালটা শেষের পথে। হাতে আর মাত্র রয়েছে ৫ দিন। নতুন বছরের প্রত্যাশার মধ্যে থাকবে যেন নির্বিঘ্নে হয় ১৯তম এশিয়ান গেমস।

1 / 6
২০২২ সালে চিনের হাংঝাউতে হওয়ার কথা ছিল এশিয়ান গেমস (Asian Games)। ঠিক ছিল সেপ্টেম্বরের ১০-২৫ তারিখ অবধি হবে ১৯তম এশিয়ান গেমস। কিন্তু তার আগেই চিনে করোনার (COVID19) চোখরাঙানি হঠাৎই বেড়ে যায়। ফলে, এশিয়ান গেমস স্থগিত করার সিদ্ধান্ত নেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

২০২২ সালে চিনের হাংঝাউতে হওয়ার কথা ছিল এশিয়ান গেমস (Asian Games)। ঠিক ছিল সেপ্টেম্বরের ১০-২৫ তারিখ অবধি হবে ১৯তম এশিয়ান গেমস। কিন্তু তার আগেই চিনে করোনার (COVID19) চোখরাঙানি হঠাৎই বেড়ে যায়। ফলে, এশিয়ান গেমস স্থগিত করার সিদ্ধান্ত নেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

2 / 6
করোনার কারণে বাইশে শুধু এশিয়াড নয়, ২০২০ সালে টোকিও অলিম্পিকও স্থগিত হয়ে গিয়েছিল। চিনে কোভিড সংক্রমণের হার হঠাৎ করেই বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে (২০২২ সালের সেপ্টেম্বরে) এশিয়ান গেমস শুরু করার ঝুঁকি নেয়নি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

করোনার কারণে বাইশে শুধু এশিয়াড নয়, ২০২০ সালে টোকিও অলিম্পিকও স্থগিত হয়ে গিয়েছিল। চিনে কোভিড সংক্রমণের হার হঠাৎ করেই বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে (২০২২ সালের সেপ্টেম্বরে) এশিয়ান গেমস শুরু করার ঝুঁকি নেয়নি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

3 / 6
অলিম্পিক এশিয়ান কাউন্সিল জানিয়ে দিয়েছে, চিনের সাংহাই থেকে ২০০ কিমি দূরে হাংঝাউতে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে হবে ১৯তম এশিয়ান গেমস।

অলিম্পিক এশিয়ান কাউন্সিল জানিয়ে দিয়েছে, চিনের সাংহাই থেকে ২০০ কিমি দূরে হাংঝাউতে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে হবে ১৯তম এশিয়ান গেমস।

4 / 6
নতুন বছরে চিনেই এশিয়াড হওয়ার কথা রয়েছে। ওসিএ জানিয়ে দিয়েছে, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অবধি হাংঝাউতে হবে বাইশে স্থগিত হয়ে যাওয়া ১৯তম এশিয়ান গেমস।

নতুন বছরে চিনেই এশিয়াড হওয়ার কথা রয়েছে। ওসিএ জানিয়ে দিয়েছে, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অবধি হাংঝাউতে হবে বাইশে স্থগিত হয়ে যাওয়া ১৯তম এশিয়ান গেমস।

5 / 6
২০১৮ সালে শেষ বার জাকার্তায় বসেছিল এশিয়ান গেমসের আসর। সে বার ৪৫টি দেশ থেকে মোট ১১ হাজার ৩০০ জন অ্যাথলিট এশিয়াডে অংশ নিয়েছিল। ৪৬টি খেলা সে বার যুক্ত ছিল এশিয়াডে।

২০১৮ সালে শেষ বার জাকার্তায় বসেছিল এশিয়ান গেমসের আসর। সে বার ৪৫টি দেশ থেকে মোট ১১ হাজার ৩০০ জন অ্যাথলিট এশিয়াডে অংশ নিয়েছিল। ৪৬টি খেলা সে বার যুক্ত ছিল এশিয়াডে।

6 / 6
১৮তম এশিয়ান গেমসে ৬৯ টি পদক এসেছিল ভারতের ঝুলিতে। সে বার পদক তালিকার শীর্ষে ছিল চিন। মোট ২৮৯টি পদক পেয়েছিল তারা। পদক তালিকায় ভারত ৮ নম্বরে থেকে শেষ করেছিল।

১৮তম এশিয়ান গেমসে ৬৯ টি পদক এসেছিল ভারতের ঝুলিতে। সে বার পদক তালিকার শীর্ষে ছিল চিন। মোট ২৮৯টি পদক পেয়েছিল তারা। পদক তালিকায় ভারত ৮ নম্বরে থেকে শেষ করেছিল।

Next Photo Gallery
US Winter Storm: ফুটন্ত জল নিমেষে হয়ে যাচ্ছে বরফ, লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎহীন, ‘সাইক্লোন-বোমায়’ মৃত ৩৮
T20 World Cup 2022: বাইশে ইংল্যান্ডের অধিনায়ক বাটলারের বড় প্রাপ্তি কুড়ি-বিশের বিশ্বকাপ