Bangla NewsPhoto gallery Year Ender 2022, Postponed Hangzhou Asian Games 2023 to begin on September 23
Asian Games 2023: তেইশের প্রত্যাশা: নির্বিঘ্নে হোক ১৯তম এশিয়ান গেমস
Year Ender 2022: করোনার থাবা এখন আগের মতো প্রকট নয়। এই মহামারি এক সময় জনজীবন স্তব্ধ করে দিয়েছিল। খেলার জগতেও তার আঁচ পড়েছিল। দীর্ঘ সময় কোনও খেলা হয়নি। এর পর ধীরে ধীরে করোনার চোখ রাঙানি কমতে থাকে যখন, শুরু হয়ে যায় একাধিক টুর্নামেন্ট। দেখতে দেখতে ২০২২ সালটা শেষের পথে। হাতে আর মাত্র রয়েছে ৫ দিন। নতুন বছরের প্রত্যাশার মধ্যে থাকবে যেন নির্বিঘ্নে হয় ১৯তম এশিয়ান গেমস।