Bangla NewsPhoto gallery Year Ender 2022: Shahid Afridi continues to reverse his retirement decision to prolong his professional cricket career
Shahid Afridi: অবসরের রাজা! এ বছর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আফ্রিদি…
Year Ender 2022: কিং অব রিটায়ারমেন্ট! শাহিদ আফ্রিদির ক্ষেত্রে এমনটা বলা হয়ে থাকে। বেশ কয়েক বার অবসর ভেঙে ফিরেছেন তিনি। বিতর্ক বা অস্বস্তি যাই থাকুক, পাকিস্তান ক্রিকেটে বর্ণময় চরিত্র শাহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেটের সাফল্যে অনেক অবদান রয়েছে তাঁর। তেমনই পাকিস্তান ক্রিকেটে বর্ণময় চরিত্রও। এ বছর পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শাহিদ আফ্রিদি। তবে তা নিয়েও যেন ধোঁয়াশা রয়েছে!