কিং অব রিটায়ারমেন্ট! শাহিদ আফ্রিদির ক্ষেত্রে এমনটা বলা হয়ে থাকে। বেশ কয়েক বার অবসর ভেঙে ফিরেছেন তিনি। বিতর্ক বা অস্বস্তি যাই থাকুক, পাকিস্তান ক্রিকেটে বর্ণময় চরিত্র শাহিদ আফ্রিদি। (ছবি: টুইটার)
পাকিস্তান ক্রিকেটের সাফল্যে অনেক অবদান রয়েছে তাঁর। তেমনই পাকিস্তান ক্রিকেটে বর্ণময় চরিত্রও। এ বছর পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শাহিদ আফ্রিদি। তবে তা নিয়েও যেন ধোঁয়াশা রয়েছে!(ছবি: টুইটার)
শাহিদ আফ্রিদি প্রথম বার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ২০০৬ সালে। যদিও ঘোষণার দু-সপ্তাহের মধ্যেই অবসর ভেঙে ফেরেন আফ্রিদি। (ছবি: টুইটার)
পাঁচ বছর পর, ২০১১ সালে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন শাহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর থেকে ওয়ান ডে নেতৃত্ব কেড়ে নিতেই এমন সিদ্ধান্ত নেন তিনি। যদিও পাঁচ বছর পর ফের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন শাহিদ আফ্রিদি। (ছবি: টুইটার)
এরকম পরিস্থিতি ২০১২ সালেও এসেছিল। সে বছরও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন শাহিদ আফ্রিদি। যদিও ২০১৫ পর্যন্ত খেলা চালিয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে ২০১৭ সালে চূড়ান্ত সিদ্ধান্ত নেন শাহিদ আফ্রিদি। তারপর আর সিদ্ধান্ত বদলাননি। (ছবি: টুইটার)
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১২, ২০০০ সালের এশিয়া কাপ জয়ী পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের বেশি রান। পাকিস্তান ক্রিকেটে অনুপ্রেরণা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যান আফ্রিদি। (ছবি: টুইটার)
এ বছরও পাকিস্তান সুপার লিগে খেলেন। ঘোষণা করেছিলেন এটিই তাঁর শেষ টুর্নামেন্ট। চোটের কারণে মাঝপথেই সরে দাঁড়াতে হয়। এ বারের পাকিস্তান সুপার লিগেই অবসর নিয়েছেন এমনটাই বলাই যায় শাহিদ আফ্রিদি। যদিও কানাঘুঁষো শোনা যাচ্ছে, ৪৫ বছরের শাহিদ আফ্রিদি আগামী পাকিস্তান সুপার লিগেও খেলতে পারেন। যদিও সবটাই ধোঁয়াশা। (ছবি: টুইটার)