Beauty Hacks: বড় নখ থাকলে কাজ করতে গিয়ে অনেক সময় ভেঙে যায়। সহজ টিপস মানলে আপনি ওই ভাঙা নখ আবার জোড়া লাগাতে পারবেন।
Jan 23, 2023 | 1:15 PM
নখ হঠাৎ করে ভেঙে গেলে মনটাও খারাপ হয়ে যায়। কিছু মেয়ের কাছে নখ ভেঙে যাওয়া দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। তার চেয়ে বড় কথা হল, একটা নখ ভেঙে গেলে শেপ ঠিক করার জন্য বাকিগুলোও কেটে ফেলতে হয়।
1 / 6
বড় নখ থাকলে কাজ করতে গিয়ে অনেক সময় ভেঙে যায়। নখ পুনরায় বড় করতে এবং সঠিক শেপে আনতে বেশ সময় লাগে। তবে ভাঙা নখ জোড়া লাগানোরও উপায় রয়েছে।
2 / 6
টি ব্যাগে যে কাগজ ব্যবহার করা হয়, সেটা দিয়ে আপনি ভাঙা নখ জোড়া লাগাতে পারেন। এক্ষেত্রে আপনাকে ধাপে ধাপে কাজ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক, বাড়িতে ভাঙা নখ কীভাবে জুড়বেন।
3 / 6
টি ব্যাগের পাতলা কাগজের মতো অংশটা কেটে নিন। একটু চওড়া করে কাটবেন। এবার নখের ভাঙা অংশের উপর নেল গ্লু লাগিয়ে দিন। যে কোনও কসমেটিকের দোকানে নেল গ্লু পেয়ে যাবেন।
4 / 6
এবার নেল গ্লুয়ের উপর টি ব্যাগের কাগজটা বসিয়ে দিন। নখের উপর ঠিকঠাক করে আপনাকে কাগজটা বসাতে হবে। এবার নখের শেপ রেখে কাগজের বাকি অংশটা কাচি দিয়ে কেটে ফেলে দিন।
5 / 6
টি ব্যাগের পাতলা কাগজের অংশটা নখের উপর বসতে একটু সময় নেবে। তৎক্ষণা হাত খুব বেশি নাড়াচাড়া করবেন না। কাগজ শুকিয়ে গেলে এর উপর ট্রান্সপারেন্ট নেল পলিশ নিয়ে বেস কোট লাগিয়ে নিন। তার ওপর পছন্দের নেলপলিশ লাগিয়ে নিলেই হবে।