কলকাতায় আধাসেনাকে সঙ্গে নিয়ে অভিযানে ইডি, টার্গেট কে?
হাইভোল্টেজ কয়লা তদন্ত ( Coal Scam )। এবার ভিনরাজ্যেও নজর।
কলকাতায় বড়সড় অভিযানে ইডি ( ED ) । আধাসেনাকে সঙ্গে নিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান। সূত্রের খবর, শুধু কলকাতা নয়, দুর্গাপুরেও অভিযানে নামছে ইডি ( Durgapur ) । বাইরের রাজ্য থেকেও এসেছেন অফিসাররা। অভিযানের লক্ষ্য কে? মুখে কুলুপ ইডির। বড়সড় অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাতসকালে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি। আধাসেনাকে সঙ্গে নিয়ে কলকাতার আনাচেকানাচে ইডির দল। দুর্গাপুরেও হানা। দিল্লি, ওড়িশা থেকে এসেছে স্পেশাল টিম। অভিযানে সামিল মহিলা আধিকারিকরাও। কোথায় অভিযান? টার্গেট কে? চূড়ান্ত গোপনীয়তা। হাইভোল্টেজ কয়লা তদন্ত ( Coal Scam ) । এবার ভিনরাজ্যেও নজর। কয়লা পাচারের কিংপিন লালার জাল কোথায় কোথায়? উত্তরপ্রদেশ ও বিহারে কারা খরিদ্দার? খোঁজ করতে কোমর বেঁধেছে সিবিআই।
Published on: Feb 26, 2021 11:45 AM
Latest Videos