‘নেতাই যাচ্ছি, কোনও মাইকা লাল থাকলে পদ্ম ফুটিয়ে দেখা’

সৌরভ পাল |

Dec 30, 2020 | 9:18 PM

রাজ্যপালের মুখে ‘সেলুটেপ লাগিয়ে দেওয়া উচিত’, মন্তব্য মদন মিত্রের।

নেতাই যাচ্ছি, কোনও মাইকা লাল থাকলে পদ্ম ফুটিয়ে দেখা

Follow Us

কলকাতা: দলের নেতা অখিল গিরি অসুস্থ, তাই দলীয় সভা বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনই নন্দীগ্রাম যাচ্ছেন না দলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কবে সেখানে সভা করবেন, তাও এখনও নিশ্চিত নয়। এদিকে দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রীতিমতো ‘যুদ্ধ’ ঘোষণা করে বলে রেখেছেন নেত্রীর সভার পরের দিনই সভা করবেন তিনি। প্রত্যেক সভাতেই শুভেন্দুর হুঙ্কার ঘরে ঘরে পদ্ম ফোটাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যার প্রত্যুত্তরে ডায়মন্ড হারবারের সভা থেকে কটাক্ষ করে বলেছিলেন, “নিজের ঘরেই পদ্ম ফোটাতে পারে না, আবার বাংলায় পদ্ম ফোটাবে।” এবার অভিষেকের সুরে সুর মিলিয়ে শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন মদন মিত্র (Madan Mitra)।

এক সময় তৃণমূল থেকে ঝাড়গ্রামের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই ঝাড়গ্রামেই সভা করতে যাচ্ছেন মদন। নেতাইয়ে ছত্রধর মাহাতো-কে নিয়ে সভা করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর আগে কলকাতা থেকে দলের প্রাক্তন নেতাকে মদন মিত্রের হুঁশিয়ারি, “৭ তারিখ নেতাই যাচ্ছি। ছত্রধর মাহাতো সঙ্গে থাকবে। যদি কোনও মাইকা লাল থেকে থাকে, তো আমাদের যাত্রা পথে পদ্ম ফুটিয়ে দেখাক।”

আরও পড়ুন: আপনার প্রয়োজনেই আবার কংগ্রেসের কাছে আসতে হবে, অধীরের মন্তব্যে নয়া সমীকরণের ইঙ্গিত

এমনকি শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে মেদিনীপুরের অধিকারী পরিবারকেও ছাড়েননি মদন মিত্র। জওহরলাল নেহরুর পরিবারের ‘আত্মবলিদান’-এর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “ভারতবর্ষে একটা পরিবার ছিল। নেহরু পরিবার। তাঁরা দুটো লাশ দিয়েছে (ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী)। অধিকারী পরিবার একটা লাশও দেয়নি। উল্টে মন্ত্রী থেকে চেয়ারম্যান সব গুরুত্বপূর্ণ পদ নিয়ে রেখেছে।”

আরও পড়ুন: এই ৯ মুখ একুশের নির্বাচনের হিসেব বদলে দিতে পারে

এখানেই শেষ নেয়, ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে দাঁড়িয়ে মদন মিত্র পরপর নিশানা করেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। রাজ্যপালের মুখে ‘সেলুটেপ লাগিয়ে দেওয়া উচিত’, এমন মন্তব্য করতেও পিছ পা হননি তিনি। আর দিলীপ ঘোষের ‘হুমকি’-র পাল্টা মদনের জবাব, “শুধু মারবো মারবো করে তলোয়ার দেখাচ্ছেন। এবার কিন্তু তলোয়ার কেড়ে নিয়ে পাল্টা প্রতিবাদ হবে। অনেক হয়েছে। বেশি চমকাবেন না, আমরা চমকাই তলা ঘুরে এসেছি।”

Next Article