সোমবার দিল্লির এইমস-এ করোনার প্রথম ডোজ় নিয়েছেন নরেন্দ্র মোদী

ishita marick

|

Updated on: Mar 01, 2021 | 11:31 AM

মেড ইন ইন্ডিয়া ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ় নিয়েছেন নরেন্দ্র মোদী ( Narendra Modi )।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সোমবার সকালেই দিল্লির এইমস-এ (AIIMS) করোনার (COVID19) টিকা নেন। সূত্রের খবর, মেড ইন ইন্ডিয়া ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ় নিয়েছেন তিনি। যে ঘরে বসে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী, সেই ভ্যাকসিনেশন রুমে পৌঁছে গিয়েছিল টিভি9 নেটওয়ার্ক। এক্সক্লুসিভ সেই মুহূর্তের ছবি পেয়েছি আমরা। একইসঙ্গে এইমস থেকে টিকা নিয়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরিয়ে যান, সে মুহূর্তের ছবিও উঠে এসেছে টিভি9 নেটওয়ার্কের ক্যামেরায়। করোনার টিকা নিয়ে দেশবাসীর উদ্দেশে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী। নমোর টিকাগ্রহণ বুঝিয়ে দিল, কোনওরকম সংশয় না রেখে সকলেরই এই টিকা নেওয়া উচিৎ।

 

 

 

Published on: Mar 01, 2021 10:40 AM