ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ় নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ishita marick

|

Updated on: Mar 01, 2021 | 10:19 AM

করোনার টিকা (COVID Vaccine) নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

করোনার টিকা (COVID Vaccine) নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার সকালে দিল্লির এইমস-এ টিকা নেন তিনি। সূত্রের খবর, ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ় নিয়েছেন মোদী। পদুচেরির সিস্টার পি নিবেদা প্রধানমন্ত্রীর শরীরে ভ্যাকসিনের প্রথম ডোজ় দেন। এদিন থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে কোভিডের দ্বিতীয় দফার টিকাকরণ। টিকা নিয়েই দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, এই দফায় যাঁরা টিকা নেওয়ার যোগ্য, তাঁরা অবশ্যই টিকা নিন। একইসঙ্গে এই অতিমারির আবহে বিরামহীন লড়াই করে চলেছেন যে চিকিৎসকরা তাঁদের আরও একবার অভিবাদন জানান তিনি। সঙ্গে কোভিড ভ্যাকসিনের মতো যুগান্তকারী আবিষ্কারের জন্য দেশের সমস্ত বৈজ্ঞানিককে ধন্যবাদ জানান।