দলীয় পদ থেকে অপসারিত শুভেন্দু, বসানো হল পার্থকে

সৌরভ পাল | Edited By: সোমনাথ মিত্র

Dec 03, 2020 | 10:53 PM

শুভেন্দু প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে সৌগত রায় সাফ জানিয়ে দেন, ‘শুভেন্দুর চ্যাপ্টার ক্লোজড’।

Follow Us

কলকাতা: আর আলোচনা নয়, এবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অধ্যায়ের পরিসমাপ্তি করার দিকে তৃণমূল। পরিবহণ দফতরের মন্ত্রিত্ব শুভেন্দু নিজেই ছেড়েছিলেন। এবার উল্টো দিক থেকে দলও তাঁর ক্ষমতা খর্ব করতে শুরু করল। কেড়ে নেওয়া হল পদ। তৃণমূল কর্মচারী ফেডারেশনের মেন্টর পদ থেকে অপসারিত বিদ্রোহী নেতা শুভেন্দু। তাঁর পরিবর্তে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের মেন্টর পদে বসানো হল দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)।

আরও পড়ুন: ‘পান্তা খাওয়া শুভেন্দু রাস্তায়, সমস্যায় ফ্ল্যাটবাড়ির কেউ কেউ’

এই সপ্তাহের শুরুতেই সমস্যা সমাধানের একটি শেষ চেষ্টা করা হয়েছলও ঠিকই, তবে শেষ পর্যন্ত তা থেকেছে নিষ্ফলাই। সৌগত রায় নিজে দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর ও শুভেন্দুকে এক টেবিলে বসিয়ে দিলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে বৈঠকের কথা সংবাদমাধ্যমে চলে আসায় বর্ষীয়ান সাংসদের প্রতি বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে শুভেন্দুকে। যা ভাল ভাবে নেননি সৌগত রায়ও। সূত্রের খবর, পাল্টা জবাবও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: এক মঞ্চে কুণাল-লক্ষ্মণ! শুভেন্দু বিতর্কের আবহে কি নয়া সমীকরণের জল্পনা

শুভেন্দু প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে সৌগত রায় সাফ জানিয়ে দেন, ‘শুভেন্দুর চ্যাপ্টার ক্লোজড’। অর্থাৎ, নন্দীগ্রামের বিধায়কের প্রতি দলও যে কঠোর হচ্ছে তা নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছিলেন দমদমের সাংসদ। ২৪ ঘণ্টাও কাটল না। তারই প্রতিফলনস্বরূপ দলীয় পদ থেকে শুভেন্দুর এই অপসারণ।

কলকাতা: আর আলোচনা নয়, এবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অধ্যায়ের পরিসমাপ্তি করার দিকে তৃণমূল। পরিবহণ দফতরের মন্ত্রিত্ব শুভেন্দু নিজেই ছেড়েছিলেন। এবার উল্টো দিক থেকে দলও তাঁর ক্ষমতা খর্ব করতে শুরু করল। কেড়ে নেওয়া হল পদ। তৃণমূল কর্মচারী ফেডারেশনের মেন্টর পদ থেকে অপসারিত বিদ্রোহী নেতা শুভেন্দু। তাঁর পরিবর্তে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের মেন্টর পদে বসানো হল দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)।

আরও পড়ুন: ‘পান্তা খাওয়া শুভেন্দু রাস্তায়, সমস্যায় ফ্ল্যাটবাড়ির কেউ কেউ’

এই সপ্তাহের শুরুতেই সমস্যা সমাধানের একটি শেষ চেষ্টা করা হয়েছলও ঠিকই, তবে শেষ পর্যন্ত তা থেকেছে নিষ্ফলাই। সৌগত রায় নিজে দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর ও শুভেন্দুকে এক টেবিলে বসিয়ে দিলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে বৈঠকের কথা সংবাদমাধ্যমে চলে আসায় বর্ষীয়ান সাংসদের প্রতি বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে শুভেন্দুকে। যা ভাল ভাবে নেননি সৌগত রায়ও। সূত্রের খবর, পাল্টা জবাবও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: এক মঞ্চে কুণাল-লক্ষ্মণ! শুভেন্দু বিতর্কের আবহে কি নয়া সমীকরণের জল্পনা

শুভেন্দু প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে সৌগত রায় সাফ জানিয়ে দেন, ‘শুভেন্দুর চ্যাপ্টার ক্লোজড’। অর্থাৎ, নন্দীগ্রামের বিধায়কের প্রতি দলও যে কঠোর হচ্ছে তা নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছিলেন দমদমের সাংসদ। ২৪ ঘণ্টাও কাটল না। তারই প্রতিফলনস্বরূপ দলীয় পদ থেকে শুভেন্দুর এই অপসারণ।

Next Article