‘পান্তা খাওয়া শুভেন্দু রাস্তায়, সমস্যায় ফ্ল্যাটবাড়ির কেউ কেউ’
অতীতে এই শুভেন্দু অধিকারীকেই বলতে শোনা গিয়েছে, “প্যারাশুটেও নামিনি, লিফটেও চড়িনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি।”
আরও পড়ুন: এক মঞ্চে কুণাল-লক্ষ্মণ! শুভেন্দু বিতর্কের আবহে কি নয়া সমীকরণের জল্পনা
বৃহস্পতিবার গড়বেতায় শহিদ ক্ষুদিরামের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানেও শুভেন্দুকে দেখা গেল বিগত কয়েক দিনের মতো চেনা মেজাজেই। অরাজনৈতিক মঞ্চ থেকে পদত্যাগী মন্ত্রী বললেন, “আজ এক সংবাদমাধ্যম লিখেছে, আমি নাকি কমফোর্ট জোনে রাজনীতি করি। এই গড়বেতায় এগারো সালের আগে সব থেকে বেশি তো আমিই আসতাম। এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় নেমেছে।” সঙ্গে তিনি আরও বলেন, “এই পান্তা ভাত খাওয়া, মুড়ি খাওয়া গ্রামের ছেলেটা আদর্শের জন্য লড়েছে এবং আগামীতেও লড়বে।”
আরও পড়ুন: কৃষি আইন প্রত্যাহার করুক, নচেৎ দেশজুড়ে আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
অতীতে এই শুভেন্দু অধিকারীকেই বলতে শোনা গিয়েছে, “প্যারাশুটেও নামিনি, লিফটেও চড়িনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি।” এদিন তাঁর সংযোজন, “ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও সমস্যা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় নেমেছে।” ওয়াকিবহল মহলের মতে, রবিবার সাংবাদিক বৈঠকে বড় সিদ্ধান্ত ঘোষণা করার আগে এভাবেই নিজের অবস্থানকে আরও মজবুত করছেন শুভেন্দু অধিকারী।