অবরোধে আটকে গেল ভ্যাকসিন-কনভয়, মন্ত্রী ছুটলেন লাঠি হাতে!
শেষে পুলিসের মদতে কোনও রকমে গন্তব্যে পৌঁছল টিকা বোঝাই সেই ভ্যান। তবে এ দিনের অবরোধ ঘিরে জাতীয় সড়কের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কৃষি আইনের বিরোধিতা করেন পূর্ব বর্ধমানের গলসিতে। এই অবরোধের কারণে অনেকক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায় ও মানুষ এর বিরোধিতা করে। মন্ত্রী মশাইকে দেখা গেল লোকদের লাঠি দিয়ে পেটাতে।