Share Market Investment: ২ মাসে ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি রিটার্ন, বেশ কিছু ‘বেনামি’ স্টকে বিনিয়োগ করলেই রাতারাতি বড়লোক
Share Market Investment: পরিসংখ্যান বলছে, ৩০ জুন থেকে ২১ অগস্ট পর্যন্ত সময়সীমার মধ্যে Jai Balaji Industries এর শেয়ারের দাম ১৯২ শতাংশ বেড়েছে। তালিকায় রয়েছে আরও বেশ কিছু স্টক।
কলকাতা: কোন শেয়ারে বিনিয়োগ (Share Market Investment) করলে সহজে মিলতে পারে বড় লাভ, কোন শেয়ারে ঝুঁকি কম, আবার কোন শেয়ারই বা লং টার্মে বড় রিটার্ন দিচ্ছে এই হিসাবনিকেশ করতে গিয়ে অনেক সময়ই বিপাকে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। ঠিকমতো মার্কেট রিসার্চ না করার ফলে বহু বিনিয়োগকারীর টাকা অচিরেই স্টক মার্কেটের (Stock Market) অতল সাগরে তলিয়ে যায়। কিন্তু, জানেন বর্তমানে এমন কিছু স্টক রয়েছে যেগুলির দাম মাত্র ২ মাসের ব্যবধানে ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তালিকায় যেমন রয়েছে Jai Balaji Industries, তেমনই রয়েছে GVK Power & Infrastructure, Artson Engineering, Genus Power Infrastructures এর মতো স্টকগুলি।
পরিসংখ্যান বলছে, ৩০ জুন থেকে ২১ অগস্ট পর্যন্ত সময়সীমার মধ্যে Jai Balaji Industries এর শেয়ারের দাম ১৯২ শতাংশ বেড়েছে। ৭ জুন এই সংস্থার একটি স্টকের দাম ছিল ৭৮ টাকার আশেপাশে বর্তমানে তা দাঁড়িয়েছে ২২০ টাকায়। যদিও কয়েকদিন আগে তা আবার ২৩০ টাকার গণ্ডিও পেরিয়ে গিয়েছিল।
একই ছবি GVK Power & Infrastructure এর শেয়ারের দামে। জুনের শুরুতে এই শেয়ারের দাম ২ টাকার আশেপাশে ঘোরাফেরা করলেও বর্তমানে তা প্রায় সাড়ে চার টাকা করে। ২২ অগস্ট তা ৪ টাকার গণ্ডি পেরিয়ে যায়। ১ জুন Artson Engineering এর একটি শেয়ারের দাম ছিল ৬৭ টাকার আশেপাশে। ২৫ অগস্ট তা চলে যায় ১৪৪ টাকার উপরে। যদিও ৪ অগস্ট তা ১৯৭ টাকারও গণ্ডি পার করে ফেলেছিল। ১ জুন আবার Genus Power Infrastructures এর শেয়ারের দাম ছিল ৯১ টাকা ২৫ পয়সা। ১৯ জুলাই তা বেড়ে হয় ১৮২ টাকার বেশি। ২৫ অগস্ট তা হয়ে যায় ২৪২ টাকার বেশি।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।