পথচলা শুরুর পর থেকে লাগাতার বৃদ্ধি পেয়েছে শেয়ারের দাম। বাজারে মাল্টিব্যাগার শেয়ারের (Multibagger Shares) তালিকায় দিনের পর দিন নিজেদের নামকে প্রথম সারিতে ধরে রেখেছে SRF। দীর্ঘ মেয়াদে (Long Term) বেশ বড়সড় মুনাফা দিয়েছে এই রাসায়নিক সংস্থার শেয়ার। সত্তরের দশকের উত্তাল হাওয়ায় চেন্নাইয়ের ছোট্ট শহরের বুকে জন্ম SRF-এর। সেই সময় শেয়ারের দাম ছিল ২ টাকারও নীচে। কিন্তু, অস্তিত্বের লড়াইয়ে কয়েক বছরের মধ্যে বাজিমাত করে এই সংস্থা। হুড়মুড়িয়ে বাড়তে শুরু করে শেয়ারের দাম। সেই থেকে আজ অবধি খুব কম সময়ই পিছনে ফিরে তাকাতে হয়েছে এই সংস্থাকে।
উল্লেখ্য, SRF-এ বিনিয়োগ করে ২০২১ সালে বেশ ভালই লাভবান হয়েছেন বিনিয়োগকারীরা। নিয়মিত ডিভিডেন্ড ও বোনাস পেয়েছেন অনেকে। ফলে হুড়মুড়িয়ে বেড়েছে বার্ষিক রিটার্ন। ওই বছর সংস্থা ৪:১ অনুপাতে বোনাস শেয়ার ঘোষণা করেছিল। অর্থাৎ, প্রতিটি শেয়ার পিছু চারটি করে বোনাস শেয়ার পেয়েছেন বিনিয়োগকারীরা। এর ফলে এক লাফে বৃদ্ধি পেয়েছে শেয়ার হোল্ডিংও (Share Holding)।
উল্লেখ্য, মাল্টিব্যাগার শেয়ার হিসাবে গত এক বছরে SRF-এর দর বিশেষ ওঠানামা করেনি। তবে গত পাঁচ বছরে বিনিয়োগকারীদের ফাটিয়ে মুনাফা দিয়েছে এই শেয়ার। ৫০০ শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। বলে রাখা ভাল, গত দশ বছরে শেয়ার বাজারের মাল্টিব্যাগার স্টকের তালিকায় এক উঠতি সূর্য হিসাবে উঠে এসেছে SRF। ৩৯ টাকার শেয়ার এক দশকে ছুঁয়ে ফেলেছে ২,২০০ টাকার গন্ডি। অর্থাৎ, দীর্ঘ মেয়াদে রিটার্ন ৫,৫০০ শতাংশ।
তবে এখানেই শেষ নয়। রির্টানের প্রসঙ্গে এই শেয়ার যেন একেবারে মন খোলা প্রকৃতির, দুই দশকের হিসাব বলছে এমন কথাই। আজ থেকে ২০ বছর আগে এই শেয়ারের দাম ছিল ৪.৫০ টাকা। আজ যা পৌঁছে গিয়েছে ২০০০ টাকার গণ্ডিতে। অর্থাৎ, দুই দশকে বিনিয়োগকারীদের ৪৮ হাজার ৮০০ শতাংশ রির্টান দিয়েছে এই শেয়ার। যদি কেউ সেই সময় অর্থ বিনিয়োগ করে থাকেন তবে আজ সে মালামাল। তার উপর আবার রয়েছে বোনাস শেয়ারের কামাল। যদি কোনও বিনিয়োগকারী আজ থেকে ২০ বছর আগে এই শেয়ারে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে সেই সময় তিনি ৪.৫০ টাকা দরে SRF-এর ২২ হাজার ২২২টি শেয়ার কিনেছিলেন। তারপর আবার ২০২১ সালে ৪:১ অনুপাতে ইস্যু হয় বোনাস। যার জেরে বিনিয়োগকারীদের হাতে বেড়ে যায় শেয়ার হোল্ডিং এবং ২২ হাজার ২২২টি শেয়ার বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ১১ হাজার ১১০টি শেয়ারে। প্রসঙ্গত, বর্তমানে রাসায়নিক সংস্থা SRF-এর শেয়ার প্রতি মূল্য ২ হাজার ২০০ টাকা। ফলে দুই দশক আগে বিনিয়োগ করা এক লক্ষ টাকা বর্তমানে ছুঁয়ে ফেলেছে ২৪.৫০ কোটি টাকার গণ্ডি।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।