Share Market : এখনই বিনিয়োগ করলে লক্ষ্মীলাভের সুযোগ, বর্ষশেষে এই ২ সংস্থার শেয়ারে মিলতে পারে বড় রিটার্ন

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Feb 15, 2023 | 9:16 PM

Share Market : প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির (Inflation) প্রকোপ থেকে গা বাঁচাতে ঝুঁকি হাতে শেয়ার বাজারে (Share Market) মাঝে মধ্যেই নেমে পড়েন নতুন বিনিয়োগকারীরা (Investors)। কিন্তু বাজারের যা হাল, তাতে কোন শেয়ারে টাকা ঢাললে সুখ পাখির খোঁজ মিলবে তা বোঝা মুশকিল।

Share Market : এখনই বিনিয়োগ করলে লক্ষ্মীলাভের সুযোগ, বর্ষশেষে এই ২ সংস্থার শেয়ারে মিলতে পারে বড় রিটার্ন

Follow Us

করোনার রেশ তো ছিলই। তার উপর বছর শুরুতে শেয়ার বাজারে (Share Market) লাগাতার ধাক্কা। বাজেট (Union Budget 2023) পেশের পড়ে শেয়ারের (Sensex) দৌড়ে কিছুটা গতি এলেও তা ছিল একেবারে ক্ষণিকের। শেয়ার বিশেষজ্ঞরা বলছেন, হিন্ডেনবার্গের রিপোর্টের (Hindenburg Research Report) জেরে ডুবতে বসা আদানির শেয়ার (Adani Group Share) প্রভাব ফেলেছে মার্কেটের উপর। যেন শীতের আলস্যে মোড়া দুপুরের মতো ঝিমিয়ে পড়েছে শেয়ার বাজার। গতি নেই সেনসেক্সে, চিন্তায় মাথায় হাত বিনিয়োগকারীদের। তবে এতকিছুর পরেও আশার কথা শোনাচ্ছেন শেয়ার বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনে ফের বড় বুল রান দেখা যাবে মার্কেটে। বড় লাভের মুখ দেখতে নজর রাখতেন বলছেন দুটি সংস্থার শেয়ারে।

প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির (Inflation) প্রকোপ থেকে গা বাঁচাতে ঝুঁকি হাতে শেয়ার বাজারে (Share Market) মাঝে মধ্যেই নেমে পড়েন নতুন বিনিয়োগকারীরা (Investors)। কিন্তু বাজারের যা হাল, তাতে কোন শেয়ারে টাকা ঢাললে সুখ পাখির খোঁজ মিলবে তা বোঝা মুশকিল। ওয়াকিবহাল মহলের ধারণা, এখনই বিনিয়োগ করলে বর্ষ শেষে দু’টি শেয়ারে ৩৫ শতাংশ রির্টান পেতে পারেন বিনিয়োগকারীরা। 

দেববাণী ইন্টারন্যাশনাল লিমিটেড

খাদ্যরসিকদের কানে এই নাম হয় তো আগেও পৌঁছেছে। মূলত, দেশজুড়ে আন্তর্জাতিক রেস্তোরাঁগুলির ফ্র্যাঞ্চাইসি প্রদান করাই এই সংস্থার (Devyani International) কাজ। বর্তমানে এই সংস্থার শেয়ার প্রতি মূল্য ১৫৪.৬০ টাকা। তবে আগামী দিনে এই মূল্য হুড়মুড়িয়ে বেড়ে যাওয়ার সম্ভবনা থাকছে। গত বছরের শেষ ত্রৈমাসিকে দুর্দান্ত পারফরমেন্স দেয় এই দেববাণী ইন্টারন্যাশনাল। চলতি বছরের শেষে এই সংস্থার শেয়ার প্রতি মূল্য ছুঁয়ে ফেলতে পারে ২১৫ টাকার গণ্ডি। এখনই লাভ-ক্ষতির হিসাব কষে অর্থ বিনিয়োগ করে দিতে পারলে বেশ ভাল লাভের মুখ দেখতে পারবেন বিনিয়োগকারী। অর্থাৎ, এখনই টাকা লাগালে বর্ষ শেষে মিলবে ৩৫ শতাংশ রিটার্ন।

ওবরায় রিয়েলিটি লিমিটেড

স্বপ্নের শহর মুম্বই (Mumbai)। আর সেই স্বপ্নপুরীতে প্রাসাদ নির্মাণের কাজে ব্যস্ত থাকে এই সংস্থা (Oberoi Realty)। বর্তমানে এই কোম্পানির শেয়ার প্রতি মূল্য ৮৫৬ টাকা। কিন্তু এখানেই থেমে থাকা নয়, আগামী ছয় মাসের বাড়তে চলেছে শেয়ারের দাম। বিশেষজ্ঞদের ধারণা, বিগত কয়েক মাসে আয় খানিক কম হলেও, গতিবিধি বেশ ইতিবাচক। গত এক মাসে শেয়ারের দামে দেখা গিয়ে বৃদ্ধি। এই পরিপ্রেক্ষিতে আশা করা যায় বর্ষ শেষে ভালো ফল দিতে Oberoi Realty Limited।

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।

Next Article