Mutual Fund: মিউচুয়ালে ফান্ডে বিনিয়োগ করছেন? এই টিপসগুলি মাথায় রাখলেই দেখতে পারেন বড় লাভ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Feb 19, 2023 | 10:50 AM

Mutual Fund: মিউচুয়াল ফান্ডের প্রতিটি তহবিলই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে শেয়ার বাজার নির্ভর। সেক্ষেত্রে শেয়ার বাজারের ওঠানামার উপর অনেকাংশে নির্ভর করে লাভ-ক্ষতির পরিমাণ।

Mutual Fund: মিউচুয়ালে ফান্ডে বিনিয়োগ করছেন? এই টিপসগুলি মাথায় রাখলেই দেখতে পারেন বড় লাভ

Follow Us

বাড়তি আয়ের আশায় বর্তমানে অনেকেই শেয়ার মার্কেট থেকে মিউচুয়াল ফান্ড, নানা ক্ষেত্রে বিনিয়োগের পথে হাঁটছেন অনেকেই। কিন্তু বিনিয়োগে নামলেই তো হল না, রয়েছে ঝুঁকি (Risk Factors)। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, মিউচুয়াল ফান্ডের থেকে বেশি ঝুঁকি রয়েছে শেয়ার মার্কেটে বিনিয়োগে। বাড়তি ঝুঁকির ভয়েই অনেকে শেয়ার বাজারের (Share Market) পথ এড়িয়ে মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বা ইক্যুইটি ফান্ডের (Equity Mutual Fund) রাস্তায় ঢুকে পড়েন অনেক। তবে এখানেও রয়েছে বিপদ। তাই খেয়াল রাখার প্রয়োজন রয়েছে কিছু নির্দিষ্ট বিষয়ের উপর।

বিশেষজ্ঞরা বলছেন মিউচুয়াল ফান্ড থেকে আয়ের কোনও নির্দিষ্ট গ্যারান্টি থাকে না। রয়েছে লেনদেনের ঝুঁকি, বিক্রি করতে গিয়ে ক্রেতার অভাবে বারংবার ধাক্কা খেতে হয় বিনিয়োগকারীদের। তবে পরিস্থিতি সর্বদা এক থাকে না। এদিকে মিউচুয়াল ফান্ডের প্রতিটি তহবিলই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে শেয়ার বাজার নির্ভর। সেক্ষেত্রে শেয়ার বাজারের ওঠানামার উপর অনেকাংশে নির্ভর করে লাভ-ক্ষতির পরিমাণ। সহজ কথায়, ঝুঁকির পরিমাণ কম হলেও থেকেই যায় মূলধন হারানোর ভয়। তবে মূলত তিন ধরণের মিউচুয়াল ফান্ড রয়েছে বাজারে। 

তালিকায় রয়েছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। দেশের সর্ববৃহৎ ১০০টি সংস্থাকে এই লার্জ ক্যাপ বা বৃহৎ পুঁজিসম্পন্ন সংস্থার তালিকায় রাখা হয়ে থাকে। শেয়ার বাজারের ওঠানামার প্রভাবও অনেকটাই পড়ে মিউচুয়াল ফান্ডের উপর। অন্যদিকে মিড ক্যাপ ফান্ডগুলিতে বিনিয়োগেও রয়েছে ঝুঁকি। ঝুঁকির সম্ভবনা যেমন থাকে, তেমনই এই মিউচুয়াল ফান্ডগুলি থেকে উঠে আসা মুনাফার পরিমাণও লার্জের ক্যাপের থেকে বেশিরভাগ ক্ষেত্রে বেশি হয় বলে মত অনের বাজার বিশেষজ্ঞদের। পাশাপাশি অল্প দামে মিউচুয়াল ফান্ড কিনে বিরাট অঙ্কের মুনাফা লাভের জায়গা স্মল ক্যাপ ফান্ড। সাধারণভাবে, দেশের বৃহৎ কোম্পানিদের তালিকায়  ২৫০-এর নীচে থাকা কোম্পানি বা সংস্থাগুলি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এখানে ঝুঁকির পরিমাণ তুলনামূলভাবে অনেকটাই কম।

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য।  উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।

Next Article