সকলেই চান সুখে-শান্তিতে থাকতে। সংসার সুখের হোক, সমৃদ্ধিতে ভরে উঠুক, আর্থিক স্বাচ্ছন্দ্য থাকুক এমনটাই তো সকলে চেয়ে থাকেন। তবে চাইলেই তো আর সুখ ধরা দেয় না।
বাস্তুশাস্ত্র মতে ঘরে আলমারি রাখার বেশ কিছু নিয়মকানুন রয়েছে। যা মেনে চললে জীবনে উন্নতির পথ সুগম হয়। আলমারি যদি ঘরের ঠিক জায়গায় রাখা যায় তাহলে ঘুরতে পারে ভাগ্যের চাকা।
শাস্ত্রমতে ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে আলমারি রাখতে পারলে সবচাইতে ভাল। এতে ঘরের এনার্জিও বজায় থাকে। মন অনেক বেশি ইতিবাচক থাকে। আর তাই পজিটিভ এনার্জি চাইলে এই দিকেই আলমারি রাখুন। জীবনও অনেক সহজ হবে।
দক্ষিণ পশ্চিম দিকে যদি জায়গা না থাকে তাহলে দক্ষিণ দিকেও রাখতে পারেন। এতে সুখ শান্তি বজায় থাকে। বাড়কি পজিটিভ এনার্জিও পাওয়া যায়। তবে আলমারীর দরজা যেন উত্তরে মুখ করে থাকে। অর্থাৎ আলমারির দরজা খুললে তা যেন উত্তরেই খোলে।
বাড়িতে আর যেখানেই আয়না রাখুন না কেন বেডরুমে তা মোটেই রাখবেন না। কারণ ঘুম থেকে উঠে আয়নায় প্রথমেই নিজের মুখ দেখা মোটেই কাজের কথা নয়। আর তাই এমন ভাবে আয়না রাখুন যাতে সরাসরি মুখ দেখা না যায়।
আলমারি হালকা রঙের কিনুন। ক্রিম, সবুজ, নীল, আকাশি বা বেগুনি। এরকম রং চোখের জন্য আরামদায়ক। এতে যেমন স্বাস্থ্য ভাল থাকবে তেমনই সম্পদও উত্তরোত্তর বৃদ্ধি পাবে।