Amarnath Yatra 2023: অমরনাথের তুষারলিঙ্গ আবিষ্কারক এক মুসলিম! দেড়শো বছর পর ইতি টেনেছেন পৌরোহিত্যেও

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 08, 2023 | 5:55 PM

Mythology: পুরাণে রয়েছে, শিব পার্বতীকে অমরত্ব শিক্ষা প্রদানের জন্য অমরনাথের গুহায় নিয়ে এসেছিলেন। কথিত আছে, সর্বস্ত ত্যাগ করে শিব ওই জায়গায় এসেছিলেন।

Amarnath Yatra 2023:  অমরনাথের তুষারলিঙ্গ আবিষ্কারক এক মুসলিম! দেড়শো বছর পর ইতি টেনেছেন পৌরোহিত্যেও

Follow Us

ছয় হাজার ফুট উচ্চতা ও অত্যন্ত দুর্গম যাত্রা হলেও প্রতি বছর অমরনাথ যাত্রায় লক্ষ লক্ষ মানুষ সামিল হোন। হিন্দুদের কাছে অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হল এই অমরনাথ মন্দির। জাতি-ধর্ম-নির্বিশেষ এই যাত্রায় যুক্ত হোন দেশ-বিদেশের ভক্তরা। গ্রীষ্মের সময় খুব কম সময়ের জন্য হলেও এই যাত্রা হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমরনাথ গুহার ভিতরে জল চুঁইয়ে চুঁইয়ে পড়ে সেই জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। প্রায় ৫ হাজার বছরের বেশি পুরনো পবিত্র গুহার রয়েছে অনেক লোককথা ও রহস্য। পৌরাণিক কাহিনি অনুসারে, প্রাচীন কালে মহর্ষি ভৃগু প্রথম তুষারলিঙ্গ দেখতে পান।আধ্যাত্মিক তৃপ্তি পেতে অনেক পবিত্র স্থান পরিদর্শন করেছিলেন। হিমালয় যাত্রার সময় তিনি বাবা অমরনাথ গুহার দর্শন পেয়েছিলেন। আর সেই থেকেই যাত্রা ও প্রচার শুরু হয়।

পুরাণে রয়েছে, শিব পার্বতীকে অমরত্ব শিক্ষা প্রদানের জন্য অমরনাথের গুহায় নিয়ে এসেছিলেন। কথিত আছে, সর্বস্ত ত্যাগ করে শিব ওই জায়গায় এসেছিলেন। প্রিয় ষাঁড়, শিরস্থ চন্দ্র, বায়ু, অগ্নি, জল, মৃত্তিকা, নাগসাপকে বিভিন্ন স্থানে রেখে এসে অমরনাথ যাত্রা করেছিলেন। শিবলিঙ্গ ছাড়া অমরনাথের গুহায় রয়েছে সতীপীঠও। এই পৌরাণিক কাহিনিকে লক্ষ্য রেখেই যাত্রা করেন বহু হিন্দুরা। অমরনাথের শিবলিঙ্গ দর্শন মানেই মহাদেবের দর্শন পাওয়া। এই তীর্থস্থানে যাওয়ার সৌভাগ্য সকলের হয় না। পাপ থেকে মোক্ষ লাভ করতে ও পূণ্যলাভ করতে অমরনাথ যাত্রা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। তবে বাস্তব ঘটনা বলছে, এই অমরনাথের গুহায় শিবলিঙ্গ আবিষ্কার করেছিলেন হিন্দু নয়, এক মুসলিম মেষ পালক। নাম বুটা মালিক।

জানা যায়, পাহাড়ের গায়ে এক মুসলিম মেষপালক পশুচারণ করতে গিয়ে পাহাড়ের গুহায় তুষারের শিবলিঙ্গ দেখে পান। তাঁর প্রথম মহাদেব সাক্ষাত্‍ পাওয়ার পর ব্যপকভাবে প্রচার পায়। তারপর থেকে প্রায় দেড়শো বছর ধরে অমরনাথের পুজোর মন্ত্র ও পৌরাহিত্য করতেন। অনেকেই মনে করেন, অমরনাথ যাত্রায় বুটা মালিকের পরিবারের সঙ্গে দেখা না করলে যাত্রা অসম্পূর্ণ। মন্ত্র পড়িয়ে পুজো করিয়ে বহু দর্শনার্থীদের যাত্রা করিয়েছেন ওই সংখ্যালঘু পরিবার। এখনও পর্যন্ত অমরনাথ মন্দির ট্রাস্টে যে টাকা জমা পড়ে, তার অর্ধেক টাকা যায় তাঁর পরিবারের নামে। বুটা মালিক বেঁচে না থাকলেও তাঁর পরিবারের সকলেই বংশ পরম্পরায় এই নিয়মেই মেনে চলতেন। তবে এখন পরিবারের কেউই অমরনাথ মন্দিরের সঙ্গে যুক্ত নেই।

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু হচ্ছে?

এ বছর অমরনাথ যাত্রা শুরু হবে ১লা জুলাই থেকে । শেষ হবে ৩১ অগস্ট। গ্রীষ্মের সময় এই যাত্রা চলত মাত্র ১৫ দিন ধরে, কিন্তু ২০০৪ সাল থেকে যাত্রার সময় বাড়ানো হয়। এখন যাত্রার সময় দুই মাস বাড়ানো হয়েছে।

Next Article