AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hindu Rules: বেশি চিনি-নকুলদানা দিলেই মিলবে পুণ্য? ঠাকুরকে ভোগ দেওয়ার আগে সঠিক নিয়ম

Puja Rules: প্রতিটি হিন্দু বাড়িতেই নিয়মিত পুজো করার রীতি রয়েছে। সেই সঙ্গে নকুলদানা, চিনি, মিষ্টি বা পায়েস ভোগ দেওয়ারও প্রথা রয়েছে। অনেকে আবার চিনি বা মিছরি, ফল দেন, আবার অনেকে ঠাকুরকে সন্দেশ, বোঁদে, লাড্ডুও ভোগ হিসেবে নিবেদন করে থাকেন। আবা কেউ কেউ তুলসী পাতাও অর্পণ করে থাকেন।

Hindu Rules: বেশি চিনি-নকুলদানা দিলেই মিলবে পুণ্য? ঠাকুরকে ভোগ দেওয়ার আগে সঠিক নিয়ম
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 7:00 AM
Share

হিন্দুবাড়িতে আলাদা করে ঠাকুরঘর বা ঠাকুরের জন্য আলাদা জায়গা থাকবে না, তা অসম্ভব। প্রতিটি হিন্দু বাড়িতেই নিয়মিত পুজো করার রীতি রয়েছে। সেই সঙ্গে নকুলদানা, চিনি, মিষ্টি বা পায়েস ভোগ দেওয়ারও প্রথা রয়েছে। অনেকে আবার চিনি বা মিছরি, ফল দেন, আবার অনেকে ঠাকুরকে সন্দেশ, বোঁদে, লাড্ডুও ভোগ হিসেবে নিবেদন করে থাকেন। আবা কেউ কেউ তুলসী পাতাও অর্পণ করে থাকেন। কিন্তু ঠাকুরকে কি সত্যিই এইসব খাবার ভোগ হিসেবে দেওয়া উচিত? হিন্দুশাস্ত্র মতে, বাড়ির অধিষ্ঠিত দেবতাকে কেমন খাবার দেওয়া উচিত, কোন উপায়ে নিবেদন করা উচিত, তা জানেন না অনেকেই। শাস্ত্র মতে, সঠিক নিয়ম মেনে ভোগ নিবেদন করলে পুণ্যলাভ করা সম্ভব হয়।

ভগবানকে ভোগ নিবেদনের সঠিক উপায়

শাস্ত্রমতে, ভগবানের মূর্তি, ছবি বা শিবলিঙ্গে প্রসাদ নিবেদন করে থাকেন, তা সম্পূর্ণ ভুল উপায়। তাতে প্রতিমায় রস বা খাবারের রস লেগে আঠালো হয়ে যায়, তার মিষ্টি ও খাবারের আকর্ষণে পিলপিল করে পিঁপড়ে আসে, আবার ধুলোও জমা হয়।

আপনি যখনই ভগবানকে প্রসাদ নিবেদন করবেন বা খাবার নিবেদন করবেন, তখনই একটি পরিষ্কার এবং ধোয়া থালা ও গ্লাসে ভগবানকে নিবেদন করা উচিত। এটি করলে তাৎক্ষণিক ফল পাওয়া যায়।

যখনই ভগবানকে ভোগ নিবেদন করবেন, মনে রাখবেন যে তা যেন খাঁটি এবং বিশুদ্ধ হয়। ভোগের মধ্যে যেন পেঁয়াজ, রসুন বা এই জাতীয় কোনও জিনিসের সংস্পর্শে না আসে।

ভোগ নিবেদন করার সময় ঈশ্বরের সামনে ধ্যানে বসুন, তারপর হাত দিয়ে নমস্কারের ভঙ্গি করে ৭মিনিটের জন্য দেবতার ধ্যান করুন।

ঠাকুরকে নিয়ম মেনে অনেকেই অন্ন নিবেদন করেন। তাহলে অন্ন নিবেদেন করার সময় অবশ্যই মন্ত্র জপ করবেন। মন্ত্র জপ করার সময় অন্ন নিবেদন করা হল অন্ন নিবেদনের সঠিক উপায়।

কেউ কেউ ভগবানকে নিবেদনের সঙ্গে সঙ্গেই প্রসাদ গ্রহণ করে থাকেন। তা একেবারেই করা উচিত নয়। নিবেদনের ৩-৫ মিনিট পর তা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। ভক্তদের মধ্যেও বিলি করতে পারেন।