AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাত ১২টায় কেক কেটে বার্থডে সেলিব্রেট করেন, জানেন জ্যোতিষশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?

আজকাল প্রায়শই দেখা যায় অনেকে রাত ১২টার সময় বার্থডে সেলিব্রেট করা শুরু করেন। কেউ কেউ বন্ধুবান্ধবদের সঙ্গে বা পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাত ১২টায় কেকও কাটেন। এ বার প্রশ্ন হল ওই সময় কি কেক কাটা ভালো? জ্যোতিষশাস্ত্র এ বিষয়ে কী বলছে?

রাত ১২টায় কেক কেটে বার্থডে সেলিব্রেট করেন, জানেন জ্যোতিষশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?
রাত ১২টায় কেক কেটে বার্থডে সেলিব্রেট করেন, জানেন জ্যোতিষশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?Image Credit: Aideen McF Photography/Moment/Getty Images
| Updated on: Aug 01, 2025 | 2:36 PM
Share

জন্মদিন অনেকের কাছে বিশেষ হয়। কেউ কেউ আবার নিজের প্রিয় মানুষটিকে এই দিন স্পেশাল ফিল করানোর চেষ্টা করেন। আজকাল প্রায়শই দেখা যায় অনেকে রাত ১২টার সময় বার্থডে সেলিব্রেট করা শুরু করেন। কেউ কেউ বন্ধুবান্ধবদের সঙ্গে বা পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাত ১২টায় কেকও কাটেন। এ বার প্রশ্ন হল ওই সময় কি কেক কাটা ভালো? জ্যোতিষশাস্ত্র এ বিষয়ে কী বলছে?

জ্যোতিষশাস্ত্র ও প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে, মাঝরাত (রাত ১২টা) হল দিনের শেষ সময় ও তমসিক শক্তির আধিক্যের সময়। তাই, অনেক জ্যোতিষী ও সংস্কারপ্রবণ মানুষ রাত ১২টায় জন্মদিন পালনকে অশুভ বলে মনে করেন। তবে এর বৈজ্ঞানিক ভিত্তি নেই।

ইংরেজি মতে, রাত ১২টা থেকে নতুন দিনের সূচনা। অপরদিকে বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে, নতুন দিন শুরু হয় সূর্যোদয়ের পর। তাই বৈদিক শাস্ত্র বলছে, রাত ১২টার পর কেক কেটে জন্মদিন পালন করা অশুভ। কারণ ঠিক ওই সময় নেতিবাচক শক্তির বিস্তার ঘটে।

নিশীথ কালে নয় কোনও ভালো কাজ…

রাত ১২টা থেকে ৩টে পর্যন্ত সময়কালকে বলা হয় নিশীথ কাল। সেই নিশীথ কালের সময় অশুভ আত্মা এবং অন্ধকারই জোরাল হয়। তাই ওই সময় কোনও কাজের ভালো ফল মেলে না। প্রসঙ্গত, নিশীথ কালে কেক কাটা শুভ বলে মনে করা হয় না, তা যেমন ঠিক, অপরদিকে এটাও মানা হয় যে, কালীপুজো, নবরাত্রি, শিবরাত্রি ও জন্মাষ্টমীর সময় নিশীথ কালে পুজো করলে ভালো ফল মেলে।

নানা জ্যোতিষী ও পণ্ডিতদের মতে, রাত ১২টার সময় কেক কেটে জন্মদিন সেলিব্রেট করা অশুভ। তখন কেক কাটলে আয়ু কমে। সেই সঙ্গে সৌভাগ্যও কমে।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, সেটি জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।