Saraswati Puja 2024: পুষ্পাঞ্জলি না হওয়া পর্যন্ত এই ‘ভুল’ একেবারেই নয়! তাতে রুষ্ট হন বাগদেবী

Feb 11, 2024 | 1:24 PM

Hindu Rules: সরস্বতীর আশীর্বাদ পেতে পড়ুয়ারা বিশেষ করে এদিনটিকে পালন করে থাকেন। সারা বছর পরীক্ষায় যাতে ভাল নম্বর আসে, কেরিয়ারে সাফল্য ও উন্নতি ঘটে, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়, তার জন্য সরস্বতী পুজোর দিন বাগদেবীর বন্দনা করা শ্রেয়। তাই এদিন সকাল থেকে উপোস রাখার চেষ্টা করেন সকলে। পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত অনেকে জল স্পর্শ করেন না পর্যন্ত।

Saraswati Puja 2024: পুষ্পাঞ্জলি না হওয়া পর্যন্ত এই ভুল একেবারেই নয়! তাতে রুষ্ট হন বাগদেবী
ছবিটি প্রতীকী

Follow Us

আর মাত্র দুদিন বাকি। তারপরেই শুরু হবে বাগদেবীর আরাধনা। সনাতন ধর্মে বসন্ত পঞ্চমীর উত্‍সব বেশ গুরুত্বপূর্ণ। কথিত আছে, সরস্বতী পুজো যদি ভক্তিভরে পালন করা হলে, দেবীর আশীর্বাদ সবসময় বর্ষিত হয়। জীবনের অন্ধাকর কেটে গিয়ে সাফল্যের শিখরে থাকবেন ভক্তরা। সরস্বতীর আশীর্বাদ পেতে পড়ুয়ারা বিশেষ করে এদিনটিকে পালন করে থাকেন। সারা বছর পরীক্ষায় যাতে ভাল নম্বর আসে, কেরিয়ারে সাফল্য ও উন্নতি ঘটে, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়, তার জন্য সরস্বতী পুজোর দিন বাগদেবীর বন্দনা করা শ্রেয়। তাই এদিন সকাল থেকে উপোস রাখার চেষ্টা করেন সকলে। পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত অনেকে জল স্পর্শ করেন না পর্যন্ত। হিন্দুমতে, এদিন উপবাস রাখারও রয়েছে বেশ কিছু নিয়ম, যেগুলি অনেকেই জানেন না। আর যদি উপবাস রেখে নিয়ম না মেনে চলেন, তাহলে রুষ্ট হতে পারেন বীণাপানি।

সরস্বতী পুজোর দিন উপবাস রাকলে দেবীর বিশেষ পুজো করা উচিত। এছাড়া মেনে চলতে হবে উপবাস রাখার নিয়মকানুন। এদিন কী কী করবেন, কী কী করবেন না, তা জেনে নিন এখানে…

বসন্ত পঞ্চমীর উপবাসে কী খাবেন আর কী খাবেন না?

যারা বসন্ত পঞ্চমীতে উপোস রাখেন, তাহলে পুষ্পাঞ্জলির আগে যেন কিছু না খান। পুজো শেষ হওয়ার পর খেতে পারেন। পুজো আগে খাওয়া হলে উপবাসের ফল নাও পেতে পারেন।

বসন্ত পঞ্চমীতে সারাদিন উপবাসের পর সন্ধ্যের সময় পুজো করে ভঙ্গ করা যায়, তবে একটা কথা মনে রাখবেন উপবাস ভাঙার আগে অবশ্যই কুল খাওয়া যেতে পারে। কারণ এই ফল হল সরস্বতীর প্রিয় একটি ফল।

দেবী সরস্বতীর প্রসাদ বা ভোগ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করতে ভুলবেন না।

সরস্বতী পূজার দিন দেবীকে অবশ্যই হলুদ চাল নিবেদন করুন। তারপর সেই হলুদ চাল বা পোলাও ভোগ হিসেবে গ্রহণ করুন।

বসন্ত পঞ্চমীর দিনে ভুল করেও তামসিক জিনিস খাওয়া উচিত নয়, যারা তা মানেন না তাদের ওপর সরস্বতী ক্রুদ্ধ হন।

বসন্ত পঞ্চমী উপলক্ষে, পেঁয়াজ ও রসুন ব্যবহার করা এড়িয়ে চলা উচিত। কারণ এগুলিও তামসিকখাবারের অন্তর্ভুক্ত। বসন্ত পঞ্চমীর দিন শুধুমাত্র সাত্ত্বিক খাবার খাওয়া উচিত।

Next Article