AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Night Astrology: গ্রহদোষ ঠেকাতে রোজ রাতে শোওয়ার আগে তামার পাত্রে রাখুন এই জিনিস, সুদিন ফিরবে রাতারাতি

Remedy of Copper Pot: তামার পাত্রের প্রতিকার খুবই কার্যকরী ও রাশিফলের অনেক গ্রহের দোষ দূর করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, জীবনে সাফল্য, সুখ এবং সমৃদ্ধিও বয়ে আনে।

Night Astrology: গ্রহদোষ ঠেকাতে রোজ রাতে শোওয়ার আগে তামার পাত্রে রাখুন এই জিনিস, সুদিন ফিরবে রাতারাতি
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 12:45 PM
Share

সনাতন ধর্মে সোনা, রৌপ্য, তামা ও পিতলের ধাতুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাই শুভ কাজে বা পুজো-পার্বণে ব্যবহৃত পাত্রগুলো এই ধাতু দিয়ে তৈরি করা শুভ বলে মনে করা হয়। সূর্যের সঙ্গে সম্পর্কিত বলে পুজোয় তামার পাত্র ও বাসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় জ্যোতিষশাস্ত্রে তামার কলস বা পাত্র ব্যবহারের অনেক উপকারিতা উল্লেখ রয়েছে। তামার পাত্রে জল রাখা অত্যন্ত স্বাস্থ্যকর। স্বাস্থ্যের দিক থেকে তামা পাত্রের নানা উপকারিতার কথা জানা যায়। জ্যোতিষশাস্ত্রেও রয়েছে তামার ব্যবহার ও গুরুত্ব। তামার পাত্রের প্রতিকার খুবই কার্যকরী ও রাশিফলের অনেক গ্রহের দোষ দূর করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, জীবনে সাফল্য, সুখ এবং সমৃদ্ধিও বয়ে আনে।

তামার পাত্রের প্রতিকার

জ্যোতিষশাস্ত্রে, গ্রহের রাজা সূর্যকে সাফল্য, আত্মবিশ্বাস, নেতৃত্ব, স্বাস্থ্য এবং পিতা হিসাবে বিবেচনা করা হয়। যদি কোনও ব্যক্তির রাশিতে সূর্য দুর্বল থাকে তবে তিনি তার কর্মজীবনে সমস্যা, ব্যর্থতা, খারাপ স্বাস্থ্য, চাকরিতে বাধা এবং পিতার সাথে খারাপ সম্পর্কের মুখোমুখি হন। এই অবস্থায় তামার কলসি ব্যবহার করা তার জন্য খুবই উপকারী হতে পারে।

– সূর্য দুর্বল হলে প্রতিদিন সকালে একটি তামার পাত্র থেকে সূর্যদেবকে জল অর্পণ করুন। এছাড়াও, জলে সিদুঁর-অক্ষত মেশালে ভাল হবে। এতে করে সূর্য রাশিতে শক্তিশালী হয়। অশুভ গ্রহের প্রভাব কম। কর্মজীবনে সাফল্য ও উন্নতি রয়েছে। জীবনে সম্মান এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

–  যদি চাকরি বা ব্যবসায় কাঙ্খিত সাফল্য না পান বা কাজে বাধার সম্মুখীন হন তাহলে রাতে ঘুমোনোর আগে একটি তামার পাত্র জলে ভরে বিছানার কাছে রাখুন। ওই জলে এক চিমটি সিঁদুরও দিন। পরদিন সকালে তুলসী গাছে এই জল নিবেদন করুন। এর মাধ্যমে কাজে সাফল্য পেতে শুরু করবেন।

– যদি রাশিতে সূর্য ও মঙ্গল উভয়ই দুর্বল থাকে তাহলে একটি তামার পাত্রে জল ভরে পিপল গাছে অর্পণ করুন। এতে করে সূর্য ও মঙ্গল রাশিতে শক্তিশালী হয় ও আর্থিক অসুবিধা দূর হয়। কর্মজীবনে আসা বাধা দূর হয়।

– ঘরে বাস্তু দোষ থাকলে রাতে তামার পাত্রে জল ভরে বালিশের সামনে রেখে ঘুমোতে যান। পরদিন সকালে এই জল শমী গাছের গোড়ায় অর্পণ করুন। এই প্রতিকারে বাস্তু দোষের কারণে উৎপন্ন নেতিবাচক শক্তি দূর হবে।