Chanakya Niti: এই ৫ গুণ থাকলে, তবেই হতে পারবেন পরিবারের মাথা! কী বলছে চাণক্য় নীতি

Head Of The Family: একটি পরিবার যদি সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক পদ্ধতিতে পরিচালিত হয়, তবে সুখ সমৃদ্ধির বজায় থাকে। একটি অপ্রীতিকর পরিবেশ পরিবারের সদস্যদের মধ্যে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি করে।

Chanakya Niti: এই ৫ গুণ থাকলে, তবেই হতে পারবেন পরিবারের মাথা! কী বলছে চাণক্য় নীতি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2022 | 9:57 AM

বিষ্ণু গুপ্ত, কৌটিল্য নামেও পরিচিত ছিলেন চাণক্য (Chanakya)। তিনি ছিলেন একাধারে কূটনীতিজ্ঞ, রাজ-উপদেষ্টা, অর্থনীতিবিদ, দার্শনিক, শিক্ষক এবং সুবিচারক। প্রজন্মের পর প্রজন্মকে চাণক্য তাঁর নীতি ব্যক্ত করে জীবনে সাফল্যের সঙ্গে এগিয়ে চলার পথের দিশা দিয়ে গিয়েছেন। আধুনিক জীবনেও বারংবার তাঁর নীতি অভ্রান্ত বলেই প্রমাণিত হচ্ছে। তিনি তাঁর রচিত গ্রন্থে সবকটি নীতিই বিশ্লেষণ করলে বোঝা যায়, সমস্ত নীতিতেই রয়েছে বাস্তব জ্ঞান এবং শক্তিশালী যুক্তি। তাই চাণক্যের নীতি (Chanakya Niti) অনুসরণ করলে কোনওদিন সুখ ও শান্তির অভাব ঘটে না। লাভ হয় প্রগতিশীল জীবন।

প্রত্যেক সংস্থার মত বাড়িতেও একজন নেতা বা প্রধান থাকা গুরুত্বপূর্ণ। ভারতীয় হিসেবে নয়, সারা বিশ্বেই একজন পুরুষ বা মহিলা পরিবারের সদস্যদের প্রধান ও সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। একটি পরিবার যদি সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক পদ্ধতিতে পরিচালিত হয়, তবে সুখ সমৃদ্ধির বজায় থাকে। একটি অপ্রীতিকর পরিবেশ পরিবারের সদস্যদের মধ্যে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি করে। তবে চাণত্য নীতিশাস্ত্রে রয়েছে প্রতিটি সমস্যার সমাধান। একজন বাড়ির প্রধানের মধ্য়ে বেস কয়েকটি গুণ থাকা উচিত। যার ফলে সেই ব্যক্তি যে কোনও বড়সর দুর্ঘটনা বা সমস্যা থেকে সুরক্ষিত করতে পারবে। যে কোনও ক্ষতির হাত থেকে গোটা পরিবারকে বাঁচাতে পারবে। এ ব্যাপারে চাণক্য নীতি কী বলছে, জেনে নিন…

-আচার্য চাণক্যের মতে, পরিবারের প্রধান এমন একজন হওয়া উচিত যিনি বৈধ প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করবেন না। কোনও খবর বিশ্বাস করার আগে তাকে সে ব্যাপারে অবশ্যই নিশ্চিত হতে হবে। তিনি যদি সবাইকে বিশ্বাস করেন, তাহলে তা পরিবারে সমস্যা তৈরি করতে পারে।

-পরিবারের প্রধানকে বুদ্ধিমানের সঙ্গে সব কিছু পরিচালনা করতে হবে। যদি তারা অপ্রয়োজনীয় জায়গায় ব্যয় করেন, তাহলে সেটি পরিবারকে একটি ভুল বার্তা দিতে পারে এবং পরবর্তীকালে আর্থিক সমস্যা তৈরি করতে পারে।

-যদি পরিবারের প্রধান তার অর্থ এবং সঞ্চয়গুলি কীভাবে পরিচালনা করতে জানেন তা হলে পরিবারে কখনই অর্থের অভাব হবে না। কঠিন সময়ের মুখোমুখি হওয়ার জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

-যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের প্রধানকে অবশ্যই পরিবারের প্রত্যেক সদস্যকে বিবেচনায় নিতে হবে এবং এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে কারোর ক্ষতি না হয়।

-পরিবারে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পরিবারের প্রধানকে তার সিদ্ধান্তে অটল থাকতে হবে।