AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতিমা কেনার আগে জানুন, লক্ষ্মী দেবীর কোন রূপের কী মাহাত্ম্য

অষ্টলক্ষ্মী, অর্থাৎ দেবীর আট রূপ। মায়ের আট উত্‍স, তথা লক্ষ্মীদেবীর আট শক্তির প্রতীক। অষ্টলক্ষ্মী কথার অর্থ হল সম্পদ। আর এই সম্পদের অর্থ হল সমৃদ্ধি, সুস্বাস্থ্য, জ্ঞান, শক্তি, ক্ষমতা ও সন্তানাদি। বিভিন্ন মন্দিরে ও গৃহে একযোগে এই পুজো করা হয়ে থাকে।

প্রতিমা কেনার আগে জানুন, লক্ষ্মী দেবীর কোন রূপের কী মাহাত্ম্য
| Edited By: | Updated on: Oct 04, 2025 | 3:58 PM
Share

হিন্দু ধর্ম মতে, মহালক্ষ্মী হলেন ভগবান নারায়ণের পত্নী। তবে লক্ষ্মীর আবির্ভাব নিয়ে রয়েছে নানা তথ্য। কারণ অনেকে বলেন লক্ষ্মীর সৃষ্টি হয়েছে সমুদ্রমন্থনের সময় সমুদ্রগর্ভ থেকে। আবার অনেকে বলেন, দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল দক্ষ রাজার পত্নীর সন্তান রূপে। আবার অনেক শাস্ত্রে উল্লেখ রয়েছে, দেবী লক্ষ্মী দেবসেনাপতি কার্তিকের পত্নী রূপে আবির্ভূতা হয়েছিলেন। তবে জানেন কি, এই লক্ষ্মীদেবীর বহু রূপ রয়েছে। এক এক রূপের মাহাত্ম্য ভিন্ন। পুজোর আগে জেনে নিন, কোন প্রতিমা কী বিশেষত্ব।

অষ্টলক্ষ্মী, অর্থাৎ দেবীর আট রূপ। মায়ের আট উত্‍স, তথা লক্ষ্মীদেবীর আট শক্তির প্রতীক। অষ্টলক্ষ্মী কথার অর্থ হল সম্পদ। আর এই সম্পদের অর্থ হল সমৃদ্ধি, সুস্বাস্থ্য, জ্ঞান, শক্তি, ক্ষমতা ও সন্তানাদি। বিভিন্ন মন্দিরে ও গৃহে একযোগে এই পুজো করা হয়ে থাকে।

আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী: লক্ষ্মীদেবীর আদিরূপ হল এই মহালক্ষ্মী। ঋষি ভৃগুর কন্যারূপে লক্ষ্মীর অবতার হিসেবে মনে করা হয়।

ধনলক্ষ্মী: লক্ষ্মীর এই রূপের অর্থ হল স্বর্ণদাত্রী। এই লক্ষ্মীর দুপাশে থাকে হস্তী।

ধান্যালক্ষ্মী: এই লক্ষ্মী কৃষিসম্পদদাত্রী। ধান ও শস্যের দেবী হিসেবে পূজিত হন তিনি।

গজলক্ষ্মী: পুরাণ অনুযায়ী, দেবরাজ ইন্দ্রকে সমুদ্রগর্ভ থেকে তাঁর হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন। গজ শব্দের অর্থ হল হস্তী। গবাদি পশু ও হস্তীরূপে সম্পদদাত্রী হলেন এই দেবী।

সন্তানলক্ষ্মী: সন্তানের মঙ্গলকামনার জন্য এই দেবীকে পুজো করা হয়।

বীরলক্ষ্মী: যুদ্ধক্ষেত্রে বীরত্ব ও জীবনের নানা সমস্যা থেকে রক্ষা পেতে এই লক্ষ্মীর আরাধনা করা হয়।

বিজয়লক্ষ্মী: কঠিন পরিস্থিতি বা বাধাবিপত্তি থেকে জয় লাভ করে সাফল্য অর্জনের জন্য এই দেবীকে স্মরণ করা হয়।

বিদ্যালক্ষ্মী: বিদ্যা, কলা ও বিজ্ঞানের জ্ঞানপ্রদানকারিনী হিসেবে এই দেবীর পুজো করা হয়।

লক্ষ্মী ও সরস্বতী একই রূপে পুজো করা হয় এই বাংলায়। তবে বিশেষ করে লক্ষ্মীকে ধরিত্রী, শস্য ও সম্পদের দেবী হিসেবেই আরাধনা করা হয় বাংলার ঘরে ঘরে। তাই লক্ষ্মীকে বসুমতীও বলা হয়।