Astro Tips: তুলসী গাছে রোজ জল দেন, জানেন কোন পাত্র ব্যবহার করলে মিলবে সুফল?
তামা বা পিতলের পাত্র যদি না থাকে তাহলে একটি ইস্পাতের বা স্টিলের পাত্র দিয়েও তুলসী গাছে জল দিতে পারেন। আক্ষেপ না করে স্টিলের ঘটি বা পাত্র থেকে জল ঢাললে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়।

সনাতন ধর্মে, তুলসীর গুণ ও উপস্থিতি এক অপরিহার্য ভূমিকা পালন করে। এই গাছকে অত্যন্ত পবিত্র বলও মনে করা হয়। পদ্মপুরাণ থেকে গরুড় পুরাণ পর্যন্ত তুলসী গাছের অনেক বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। কথিত আছে যে তুলসী ছাড়া ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। পবনপুত্র হনুমানের নৈবেদ্যে তুলসী ডাল ব্যবহার করা হয়। সেই সঙ্গে বাড়ির এক প্রান্তে তুলসী গাছের মঞ্চ থাকা চাই-ই চাই। এতে মানুষের জীবনে সব কষ্টের নাশ হয় বলে মনে করা হয়।
হিন্দু ধর্মমেতে, তুলসী গাছ হল শুদ্ধ ও পবিত্র। কথিত আছে যে তুলসীদেবীকে সঠিকভাবে পুজো করলে জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। তুলসী গাছে জল দিতে হলে সবসময় তামার পাত্র থেকে জল দেওয়া উচিত। তাতে কুণ্ডলীতে গ্রহের অবস্থান মজবুত হয় বলে মনে করা হয়। তাই তুলসী গাছে জল দিলে তামার পাত্র থেকে জল দেওয়া খুবই শুভ । শুধু তাই নয়, তামার পাত্র থেকে জল দিলে স্বাস্থ্যেরও উন্নতি হয়।
পিতলের পাত্র থেকে তুলসী গাছে জল দেওয়া খুবই শুভ। তা থেকে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। বিষ্ণুদেবের সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। অনেকে আবার তামার পাশাপাশি একটি পিতলের পাত্র ব্যবহার করে থাকেন। তাতে আরও শুভ ফল পাওয়া যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাতে সমস্ত বাধাবিঘ্ন কেটে যেতে পারে। পূরণ হতে পারে আপনার ইচ্ছাও।
তবে তামা বা পিতলের পাত্র যদি না থাকে তাহলে একটি ইস্পাতের বা স্টিলের পাত্র দিয়েও তুলসী গাছে জল দিতে পারেন। আক্ষেপ না করে স্টিলের ঘটি বা পাত্র থেকে জল ঢাললে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। ব্যক্তিকে কখনওই কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না।
