Saturday Tips: শনির কোপ থেকে বাঁচতে চান? শনিবার ভুলেও এই ৫ জিনিস কিনবেন না
Astro Tips: শনিবার যে শনিপুজো করার রীতি রয়েছে, তা অনেকেই জানেন। কিন্তু ৯৯ শতাংশ মানুষ জানেন না, শনিবার শনিবার কোন কোন জিনিস কেনা থেকে বিরত থাকবেন। লোহা ও নুন একেবারেই কেনা উচিত নয় শনিবারে। তাতে সমস্যা আরও ঘনীভূত হয়। তাই শনির কোপ থেকে বাঁচতে শুধু পুজো নয়, জিনিস কেনার ব্যাপারেও মাথায় রাখতে হবে কিছু দরকারি নিয়ম।

সপ্তাহের প্রতিটি দিনই বিশেষ। প্রতিটি মুহূর্তেও পবিত্র ও শুভ। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনে কোনও না কোনও দেবতাকে উত্সর্গ করা হয়ে থাকে। রবিবার যেমন সূর্যদেব, বৃহস্পতি ও শুক্রবার লক্ষ্মীদেবীর বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্র মতে, শনিবার হল শনিদেবের দিন। এদিন ন্যায়ের দেবতাকেই বিশেষ উত্সর্গ করার নিয়ম। শনিবার শনির কোপ থেকে বাঁচতে অনেকেই উপবাস রেখে বড় ঠাকুরের পুজো করে থাকেন। এদিন বেশ কিছু কাজ করার ব্যাপারেও রয়েছে বিশেষ নিয়ম। অনেক কাজ নিষিদ্ধ বলেও উল্লেখ রয়েছে। এছাড়া এদিন কিছু জিনিস কেনার ব্যাপারেও রয়েছে নিয়মাবলী।
শনিবার যে শনিপুজো করার রীতি রয়েছে, তা অনেকেই জানেন। কিন্তু ৯৯ শতাংশ মানুষ জানেন না, শনিবার শনিবার কোন কোন জিনিস কেনা থেকে বিরত থাকবেন। লোহা ও নুন একেবারেই কেনা উচিত নয় শনিবারে। তাতে সমস্যা আরও ঘনীভূত হয়। তাই শনির কোপ থেকে বাঁচতে শুধু পুজো নয়, জিনিস কেনার ব্যাপারেও মাথায় রাখতে হবে কিছু দরকারি নিয়ম। শনির রোষ ও সমস্যা থেকে মুক্তি পেতে কী কী জিনিস একেবারেই কিনবেন না, তা জেনে নিন এখানে…
– শনিবার লবণ কেনা একেবারেই উচিত নয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শনির দিনে নুন কেনাকে অশুভ বলে মনে করা হয় । তাতে শনিদেব রুষ্ট হতে পারেন। শনিদেব রুষ্ট হলে ঋণের বোঝা দ্বিগুণ হতে পারে। ধীরে ধীরে দুর্বল হতে পারে আর্থিক পরিস্থিতি।
– এ দিনে লোহার তৈরি জিনিস কেনাও নিষিদ্ধ। শাস্ত্রমতে, শনিবার লোহার জিনিস কেনা একেবারেই ভাল নয় বলে মনে করা হয়। তাতে করে শনিদেব আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন। শনির রোষে পড়ে বাড়িতে নিত্যদিন ঝামেলার মুখোমুখি হতে পারেন আপনি। শনিবার না কিনে পরের দিন বা তার আগের দিন বাড়িতে কিনে আনতে পারেন। তাতে কোনও রকম ক্ষতি হবে না আপনার।
জ্যোতিষীর মতে, শনিবার কাঁচি বা ছুরি কেনা উচিত নয়। এই দুই জিনিসকে অশুভ বলে মনে করা হয়। শনিবার কাঁচি বা ছুরি কিনলে সংসারে অশান্তির মেঘ জমতে থাকে। তা থেকে মুক্তি পাওয়া দুষ্কর হয় বলে মনে করা হয়। পরিবারের মধ্যে ভাল সম্পর্ক বজায় রাখতে, এ দিনে কাঁচি কেনা এড়ানো উচিত।
– শনিবার শনিদেবকে সরষের তেল নিবেদিত করা হয়। তবে এই দিনে সরিষার তেল কেনা এড়িয়ে চলা উচিত। শনিবার সরষের তেল কেনা উচিত নয়। এই নিয়ম না মানা হলে স্বাস্থ্যের অবনতি হতে পারে। ঘন ঘন শরীর খারাপ দেখা দিতে পারে।
– বড়ঠাকুরের দিনে কালো রঙের কাপড়, জুতা, চপ্পল ও কয়লা কেনাও অশুভ বলে মনে করা হয়। এ দিন ঝাড়ু কেনাও নিষিদ্ধ। মনে করা হয়, শনিবার এই জিনিসগুলি কিনলে শনির দোষ দেখা দেয়। যে কোনও কাজেই বাধা সৃষ্টি হতে পারে বলে মনে করা হয়। প্রতি কাজই শেষ মুহূর্তে গিয়ে ব্যাহত হতে পারে। তাই জীবনের সমস্যা কাটাতে শনিবার এই জিনিসগুলি কেনা এড়িয়ে চলুন।
