AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Garuda Purana: এই ৩ কাজ অসম্পূর্ণ রাখলেই নরক যন্ত্রণা নিশ্চিত! বলছে গরুড় পুরাণ

Astrology Tips: গরুড় পুরাণে পুণ্যকর্ম করা, ভাল অভ্যাস গ্রহণ ইত্যাদি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এই বিষয়গুলো যদি জীবনে বাস্তবায়িত করা হয়, তাহলে শুধু কষ্ট থেকে রক্ষা পাওয়া যায় না, মানুষও সবসময় সুখী জীবনযাপন করে।

Garuda Purana: এই ৩ কাজ অসম্পূর্ণ রাখলেই নরক যন্ত্রণা নিশ্চিত! বলছে গরুড় পুরাণ
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 7:22 PM
Share

গরুড় পুরাণকে প্রাচীন হিন্দু ধর্মে মহাপুরাণের মতো মর্যাদা দেওয়া হয়ে থাকে। পরিবারের কোনও সদস্যের মৃত্যুর পরে বাড়িতে গরুড় পুরাণ পাঠ করা উচিত। বিশ্বাস করা হয় এরদ্বারা মৃত ব্যক্তির আত্মা বৈকুণ্ঠে পৌঁছে যায়। শুধু তাই নয়, গরুড় পুরাণে পুণ্যকর্ম করা, ভাল অভ্যাস গ্রহণ করার মচো কাজগুলির বিষয়েও খুব গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে। দৈনন্দিন কাজগুলি যদি বাস্তবের সঙ্গে কাজ কর থাকেন, তাহলে সব কষ্ট থেকেই রক্ষা পাওয়া যায়।  জীবনে কোনও রকম বিপদে পড়তে না চান, তাহলে এই কাজগুলি কখনও অর্ধেক করে রাখবেন না বা অসম্পূর্ণ করে রাখবেন না।

গরুড় পুরাণে অনুযায়ী, সুখ ও শান্তিতে যদি জীবন কাটাতে চান, তাহলে কী কী করা উচিত নয়, তা জেনে নিন এখানে…

ঋণ:

দরকার ছাড়া প্রথমত প্রত্যেকেরই কারওর কাছ থেকে ঋণ বা লোন নেওয়া উচিত নয়। কিন্তু যদি লোন বা ঋণ নেওয়া খুব জরুরি হয় তাহলে তা পরিশোধ করাও আপমার কর্তব্য। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করা হলে সুদ বাড়তেই থাকবে। আর আর্থিক বোঝার চাপে থাকবেন। ঋণ পরিশোদ করতে না পারলে আর্থিকভাবে দুর্বলই শুধু থাকবেন তাই নয়, মানসিক-শারীরিক স্বাস্থ্য, পারিবারিক জীবন, কর্মজীবন ইত্যাদির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

রোগ:  সুস্থ, রোগমুক্ত থাকতে মানুষ এখন অত্যন্ত সচেতন। পরিবারের কোনও সদস্যের যদি ছোটখাটো কোনও শারীরিক সমস্যা থাকে, তাহলে তা উপেক্ষা করবেন না। সঠিক সময়ে চিকিৎসা না করালে অসুখের আকার ধারণ করবে।  পাশাপাশি অর্থ ও সময়, উভয়েরইঝস নামতে পারে। এমনকি সময়মতো সঠিক চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে।

আগুন: আগুনের সামান্য স্ফুলিঙ্গও সবকিছু ধ্বংস করে দিতে পারে। কোথাও সামান্য আগুন লাগলেও তা উপেক্ষা করবেন না, সম্পূর্ণরূপে নিভে না যাওয়া পর্যন্ত নেভানোর চেষ্টা করে যেতে পারে।