Vastu Tips: সকালের তাড়া এড়াতে রাতেই ময়লা পোশাক ধুয়ে ফেলেন? বাস্তুমতে কী বিপদ অপেক্ষা করছে, জানেন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 06, 2023 | 7:30 AM

Vastu tips at night: বাস্তু অনুসারে কাপড় ধোওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে, সেখানে বলা হয়েছে, রাতে ময়লা জামাকাপড় ধোওয়া নিষিদ্ধ ও অশুভ।

Vastu Tips: সকালের তাড়া এড়াতে রাতেই ময়লা পোশাক ধুয়ে ফেলেন? বাস্তুমতে কী বিপদ অপেক্ষা করছে, জানেন

Follow Us

সকালে উঠেই তড়িঘড়ি রেডি হয়ে অফিসে বা কাজের জায়গা বের হওয়ার তাড়া থাকে অধিকাংশের। তাই রাতেই অর্ধেকেরও বেশি কাজ সেরে ফেলা অনেকের অভ্যেস। তাই বাসন মাজা, ঝাঁট দেওয়া, কাপড় কাচার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করে রাখেন মহিলারা। ব্যস্ততম জীবনে একটু ফুরসত্‍ পেতে ঘরোয়া কাজগুলি আগের রাতেই সেরে ফেলা হয়। সবচেয়ে দরকারি কাজ হল নোংরা জামাকাপড় রাতেই কেচে নেওয়া হয়। তবে বাস্তুশাস্ত্রে এই কাজকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় না। বাস্তু অনুসারে কাপড় ধোওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে, সেখানে বলা হয়েছে, রাতে ময়লা জামাকাপড় ধোওয়া নিষিদ্ধ ও অশুভ।

নেতিবাচক শক্তি প্রবেশ করে

বাস্তুশাস্ত্রে রাতে কাপড় ধোওয়াকে অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে কাপড় ধোওয়ার ফলে নেতিবাচক শক্তি জামাকাপড়ের মধ্যে প্রবেশ করে। যখন সেই কাপড় পরিধান করা হয়, তখন একই শক্তি আমাদের শরীরে মধ্যে প্রবেশ করে, যার প্রভাব আমাদের জীবনে প্রভাব পড়ে।

সূর্যাস্তের পর কাপড় ধোবেন না

রাতে কাপড় ধোওয়া বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ। বাস্তুশাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পর খোলা আকাশের নীচে কাপড় শুকাতে দিলে নেতিবাচক শক্তি কাপড়ে প্রবেশ করে, তাতে সব কাজে সাফল্য পাবেন অনায়াসে।

জীবাণু নিকেশ হয় না

রাতে কাপড় ধীরে ধীরে শুকিয়ে গেলে সূর্যের সরাসরি আলো পায় না, যার কারণে ক্ষতিকর জীবাণু পোশাকের মধ্যে থেকেই যায়। সেই প্রভাব আছড়ে পড়ে শরীরের উপরই। তাই রাতে ধোওয়া পোশাক সকালে পরা হলে তা শরীরে সঙ্গে মিশে যায়, রোগের কারণ হয়ে দাঁড়ায়।

অন্তর্বাস বাইরে রাখবেন না

বাস্তুশাস্ত্রে অন্তর্বাস সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে জাঙ্গিয়া বা অন্তর্বাস কখনওই বাইরে শুকনো করা উচিত নয়। এর ফলে ঘরের সুখ-সমৃদ্ধি হ্রাস পায়।

Next Article