Vastu Tips: দাম্পত্য জীবনে কলহ? অশান্তি থেকে মুক্তি পেতে রোজ অশোক গাছে দিন জল, মিটবে বাস্তুদোষও

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 05, 2023 | 6:30 AM

Ashoka tree: অশোক শব্দের অর্থ হল সমস্ত দুঃখ কষ্ট নষ্ট করা। জ্যোতিষশাস্ত্রেও অশোক গাছের প্রচুর অবদান রয়েছে।

Vastu Tips: দাম্পত্য জীবনে কলহ? অশান্তি থেকে মুক্তি পেতে রোজ অশোক গাছে দিন জল, মিটবে বাস্তুদোষও

Follow Us

হিন্দু ধর্মে শুভ অনুষ্ঠান বা কাজ মানেই মূল দরজায় তোরণ লাগানো হয়। তাতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারেন না। অশোকের আভিধানিক অর্থ হল কোনও প্রকার দুঃখ নেই। শুধু তোরণ হিসেবে নয়, যে বাড়িতে অশোক গাছ থাকে সেখানে সব কাজ খুব সহজে সম্পন্ন হয়, পায় সাফল্যও। কোনও বাধা ছাড়াই খুব ভালোভাবে সম্পন্ন হয়। অশোকের পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত প্রত্যেকেরই নিজস্ব ধর্মীয় তাৎপর্য রয়েছে।

অশোক শব্দের অর্থ হল সমস্ত দুঃখ কষ্ট নষ্ট করা। জ্যোতিষশাস্ত্রেও অশোক গাছের প্রচুর অবদান রয়েছে। রামায়ণে এই গাছের কথা উল্লেখ রয়েছে। হরণের পর সীতা যে বনে ছিলেন, সেখানে ছিল একটি অশোক গাছ, যা অশোক বটিকা নামে পরিচিত। জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে অশোক গাছের প্রতিকার খুব কার্যকরী।

জল দেওয়া হলে কী লাভ করবেন?

হিন্দু বিশ্বাস অনুসারে, প্রতিদিন অশোক গাছে জল দিলে তা ঘরে লক্ষ্মীজির প্রবেশ করে। দেবী লক্ষ্মীর কৃপায় মানুষকে কখনওই আর্থিক ঝুঁকি নিতে হয় না। প্রতিদিন অশোক গাছে জল নিবেদন করলে দাম্পত্য জীবনে সমৃদ্ধি আসে। সেই সঙ্গে পরিবারের কোনও সদস্যের কঠিন রোগ থাকে, তা শীঘ্রই শেষ হয়ে যায়।

পজিটিভ শক্তি

কোনও কারণ ছাড়াই যদি আপনার বাড়িতে অশান্তি হয়, তাহলে অবশ্যই অশোক গাছে জল নিবেদন করুন। এর পাশাপাশি প্রতি শুক্রবার অশোক গাছে কর্পূর ও ঘি মিশিয়ে প্রদীপ জ্বালাতে হবে। এতে ঘরে পজিটিভ এনার্জি আসে। ঘরের মারামারি-ঝগড়া থেকে মুক্তি পাওয়া যায়।

অশোক গাছ কোন দিকে থাকবে

বাস্তুশাস্ত্রে উত্তর দিকের বিশেষ গুরুত্ব বলা হয়েছে। এটি সবচেয়ে শুভ দিক হিসাবে বিবেচিত হয়, তাই অশোক গাছ সবসময় উত্তর দিকে লাগানো উচিত। এতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।

অশোক গাছ লাগানোর নিয়ম

বাস্তুশাস্ত্রে অশোক গাছ লাগানোর কিছু নিয়ম বলা হয়েছে। বাড়ির ভিতরে অশোক গাছ লাগানো শুভ বলে মনে করা হয় না। বাড়ির দরজার বাম কোণে অশোক গাছ লাগালে ধন-সম্পদ আসে। বাড়ি থেকে বাস্তু দোষ দূর করতে অশোকের শিকড় গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে বাড়ির মন্দিরে রাখতে হবে।

Next Article