Diwali 2022: আলোর উত্‍সবেও করুন লক্ষ্মী-গণেশ বন্দনা! সম্পদ বৃদ্ধিতে পুজোর থালিতে রাখুন মাত্র ৫টি কড়ি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 19, 2022 | 8:24 AM

Remedies of Lakshmi Puja: তন্ত্রসাধনার তত্ত্ব অনুসারে দীপাবলির দিনে গরুর পুজোর পাশাপাশি কিছু অন্য ব্যবস্থা করলে ধন-সম্পদের যোগান বৃদ্ধি পায়। জীবনের উন্নতির পথগুলি সুগম হয়।

Diwali 2022: আলোর উত্‍সবেও করুন লক্ষ্মী-গণেশ বন্দনা! সম্পদ বৃদ্ধিতে পুজোর থালিতে রাখুন মাত্র ৫টি কড়ি

Follow Us

অনেকেই জানেন না, কালীপুজোর (Kali Puja 2022) দিন বহু বাড়িতে লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) আয়োজন করা হয়। দীপাবলিতে (Diwali 2022) লক্ষ্মীপুজোতে বেশ কিছু কড়ি রাখেন। সেটি লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয়। দেবী লক্ষ্মী ও কড়ি উভয়েই সমুদ্রের সঙ্গে সম্পর্কিত। আর্থিক উন্নতি করতে লক্ষ্মীপুজোয় কড়ি ব্যবহার করা হয়। উল্লেখ্য, এই লক্ষ্মীপুজো অমাবস্যার রাতে করা হয়। তাই একে মহানীষার রাতও বলা হয়। তন্ত্রসাধনার তত্ত্ব অনুসারে দীপাবলির দিনে গরুর পুজোর পাশাপাশি কিছু অন্য ব্যবস্থা করলে ধন-সম্পদের যোগান বৃদ্ধি পায়। জীবনের উন্নতির পথগুলি সুগম হয়। এই সমস্ত ব্যবস্থা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।

কীভাবে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে?

দীপাবলিতে লক্ষ্মী পুজোর সময় দেবীর কাছে রাখুন ৫টি কড়ি ও ৯টি গোমতী চক্র। তারপর পূর্ণ আচার মেনে লক্ষ্মী ওগণেশের পুজো করুন। এরপরের দিন একটি লাল কাপড়ের মধ্যে কড়ি ও গোমতী চক্র বেধে খিলান বা আলমারিতে রেখে দিতে হবে। এতে করে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও দেবীর কৃপায় অর্থ সংক্রান্ত কোনও সমস্যা দেখা যায় না।

এই প্রতিকারে ঘরে সুখ-সমৃদ্ধি আসবে

দীপাবলির সময় গৃহে সুখ ও সমৃদ্ধি আনতে ধনতেরাসের দিন কুবের ও লক্ষ্মীপুজোয় ১১টি কড়ি রাখতে পারলে তা শুভ বলে মনে করা হয়। এরপর লাল কাপড়ে বেধে মূল ফটকে ঝুলিয়ে দিন। এতে করে দীপাবলির দিন ঘরে লক্ষ্মীর অধিবাস হয় ও অশুভ, নেতিবাচক শক্তি দূর হয়।

দীপাবলিতে আর্থিক যোগ

যে দিন দীপাবলি পালিত হবে, তার আগের শুক্রবারে কেশর, হলুদের মিশ্রণে ৫টি কড়ি ভিজিয়ে রাখুন। এরপর সেটি লক্ষ্মীর বীজ মন্ত্রগুলি জপ করুন। দেবী লক্ষ্মীর মন্দিরে গিয়েও প্রার্থনা করতে পারেন। পুজোর পর লাল রঙের কাপড়ের এই কড়িগুলি বেধে আলমারি বা মূল দরজার পাশে রেখে দিতে পারেন। তাতে দীপাবলিতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

উন্নতি কিসে আসবে

ধনতেরাসের দিন কুবের ও লক্ষ্মীর পুজোর সময় একটি প্রদীপে একটি পয়সা ও একটি মুদ্রা রেখে দিন। এতে বাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক ভালবাসা বজায় থাকে। বাড়ির সদস্যদের উন্নতির সম্ভাবনা থাকে।

জীবনে উন্নতি কিসে আসবে

দীপাবলিতে লক্ষ্মী পুজোর সময় গঙ্গাজলে ৫টি কড়ি, হলুদ ও ৫টি আস্ত সুপারিধুয়ে একটি লাল কাপড়ে বেধে একটি রূপোর পাত্রে বা পুজোর থালায় রাখুন। এরপরের দিন এগুলি ভল্ট বা আলমারিতে নিরাপদে রেখে দিন। এই প্রতিকারের ফলে লক্ষ্মী সর্বদা ঘরেই অবস্থান করবেন। জীবনে উন্নতি হবে হু হু করে।

আর্থিক সমস্যা মিটবে কবে?

দীপাবলিতে লক্ষ্মীপুজোয় দেবী অন্নপুর্ণাকেখুশি করতে লক্ষ্মীপুজোর সময় ১১টি কড়ির পুজো করুন। এরপরের দিন হলুদ কাপড়ে বেধে টাকার জায়গায় রেখে দিন। এমনটা করলে ঘরে অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। কুবেরের আশীর্বাদ বাড়ির সকল সদস্যের ওপরই বজায় থাকবে।

Next Article