Durga Puja 2022: আসছে বছর আবার হবে! ২০২২ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট জানুন এক ক্লিকেই…

এবছর পুজো এভাবে কাটলেও, সকলে আশাবাদী সামনের বছরের পুজো নিয়ে। তাই উমা বিদায়ের পরই আগামী বছরের দুর্গাপুজা কবে তা জানতে উৎসুক সকলেই।

Durga Puja 2022: আসছে বছর আবার হবে! ২০২২ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট জানুন এক ক্লিকেই...
২০২২ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2021 | 5:52 PM

পলকেই যেন কেটে গেল দুর্গাপুজোর চারটে দিন। দশমী হাজির হতেই মন কেঁদে ওঠে দেবীকে বিদায় জানাতে গিয়ে। দেবী বিসর্জনের সুরে মিশে যায় সেই বিষন্নতা।

এবছরের মত শেষ দুর্গাপুজো। আরও একবছরের দীর্ঘ অপেক্ষার পর মা আসবেন ঘরে। করোনা অতিমারির কারণে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসবে ভাটা পড়েছিল বেশ খানিকটাই। তমে মনে-প্রাণে ছিল উত্‍সবেপ অফুরন্ত মেজাজ। অপেক্ষা এবার পরের বছরের জন্য। এবছর পুজো এভাবে কাটলেও, সকলে আশাবাদী সামনের বছরের পুজো নিয়ে। তাই উমা বিদায়ের পরই আগামী বছরের দুর্গাপুজা কবে তা জানতে উৎসুক সকলেই।

পঞ্জিকা অনুযায়ী আগামী বছরে মহালয়া এবং দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো কবে কবে পড়েছে. তা দেখে নিন একনজরে…

২০২২ সালের মহালয়ার তারিখ – ২৫ সেপ্টেম্বর, রবিবার

২০২২ সালের দুর্গাপুজোর তারিখ

* মহাপঞ্চমী – ৩০ সেপ্টেম্বর, শুক্রবার

* মহাষষ্ঠী – ১ অক্টোবর, শনিবার

* মহাসপ্তমী – ২ অক্টোবর, রবিবার

* মহাঅষ্টমী – ৩ অক্টোবর, সোমবার

* মহানবমী – ৪ অক্টোবর, মঙ্গলবার

* বিজয়া দশমী – ৫ অক্টোবর, বুধবার

* লক্ষ্মী পুজো – ৯ অক্টোবর, রবিবার

* কালী পুজো – ২৪ অক্টোবর, সোমবার

আরও পড়ুন: Kali Puja 2021: স্বপ্নে কি কালী মূর্তি দেখেছেন? কোন রূপে দেখলে জীবনে কী কী ঘটতে পারে, জানেন?