AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shiv Pujan Vidhai: মহাদেবকে তুষ্ট করতে শিবপুজোর পর এই কাজ করেন কি? করলেও কারণ জানেন না অধিকাংশ

Sawan 2023: শাস্ত্র অনুসারে, শিবের উপাসনা করলে ভক্তদের সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। জীবনের প্রতিটি সুখ, সমৃদ্ধি পাওয়া যায়। এই কারণেই বহু ভক্ত প্রতিদিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজো করে থাকেন।

Shiv Pujan Vidhai: মহাদেবকে তুষ্ট করতে শিবপুজোর পর এই কাজ করেন কি? করলেও কারণ জানেন না অধিকাংশ
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 10:54 AM
Share

বাংলা ক্যালেন্ডার অনুসারে বর্তমানে পালিত হচ্ছে শ্রাবণ মাস। তারকেশ্বর-সহ সব শিবমন্দিরেই এখন শিবভক্তদের প্রচুর ভিড়। মনে করা হয়, এই বি্শেষ মাসে ভগবান শিবকে যে কোনও উপায়েই সন্তুষ্ট করা সম্ভব। সারা বছর ধরে অনেকেই শিবপুজো করে থাকেন। প্রতিদিন শিবের উপাসনা করে এলেও এই মাসটি সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়। তবে শিবপুজোর একটি কাজ অবশ্যই করা উচিত, সেই কাজ অনেকে করে থাকেন, আবার অনেকে জানেন না। যারা করে থাকেন, তারা কেন করছেন, সেই বিষয়ে অজ্ঞ।

ভগবান শিবকে ভোলেনাথ বলা হয় কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট। এক গ্লাস জল এবং একটি বেল পাতা নিবেদন করলেও ভোলেনাথ তুষ্ট হোন।  তবে যেটুকুই করুন না কেন, সেই কাজ করতে হবে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে। এই কারণেই ভগবান শিবের উপাসনা খুব সহজ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে, শিবের উপাসনা করলে ভক্তদের সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। জীবনের প্রতিটি সুখ, সমৃদ্ধি পাওয়া যায়। এই কারণেই বহু ভক্ত প্রতিদিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজো করে থাকেন। তবে প্রতিদিন শিবের আরাধনা করলেও যে কাজটি না করলে শিবপুজো অসম্পূর্ণ থাকে, সেই কাজ সম্পর্কে বিশেষ নজর দেন না। সেই কাজটি খুব শক্ত নয়। তাহলে কাজটি কী?

শিব পুজোর পর হাততালি দেওয়া হয় কেন?

ভগবান শিবের পূজায় পঞ্চামৃত, বেলপত্র, ধুতুরা নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মহাদেব সন্তুষ্ট হন। এছাড়া শিবের আরাধনা করার সময় ভক্তরা তিনবার হাততালি দেন। এটি করলে তবেই শিবের পুজো সম্পন্ন হয় বলে বিশ্বাস করা হয়। তিনবার হাততালি দেওয়াকে যে কোনও পুজোর ঐতিহ্যের অংশ হিসাবে বিবেচনা করে। কিন্তু শিবের পুজো করার পরে তিনবার হাততালি দিলেও এর পিছনের কারণ জানেন না অনেকেই।

ধর্মীয় শাস্ত্র অনুসারে, তিনবার হাততালি দেওয়ার পিছনে কয়েকটি বিশেষ কারণ রয়েছে। প্রথম তালি দেওয়ার অর্থ হল মহাদেবকে তার উপস্থিতি জানাতে প্রথম হাততালি দেওয়া হয়। অন্যদিকে, দ্বিতীয় হাততালি হল মহাদেবের কাছে কিছু না চাইলেও যেন গৃহে অর্থভাণ্ডার যেন সবসময় পূর্ণ থাকে। শেষ হাততালি দিয়ে মহাদেবকে তাঁর পায়ে স্থান দেওয়ার জন্য প্রার্থনা করা হয়।

রাম ও রাবণ তিনবার হাততালি দিয়েছিলেন

পৌরাণিক কাহিনি অনুসারে, শিবের পরম ভক্ত রাবণও শিবের পুজো শেষে তিনবার হাততালি দিতেন। শিবের প্রতি বিশ্বাস থাকার কারণেই তিনি লঙ্কা রাজ্য লাভ করেছিলেন। অন্যদিকে, শ্রীরাম যখন সমুদ্রের উপর সেতু তৈরি করতে চেয়েছিলেন, তখন তিনি এই কাজে সাফল্য পেতে শিবের পুজো করেছিলেন ও পুজো শেষে তিনবার হাততালি দিয়েছিলেন। শিবের কৃপায় সেতু নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয় ও সীতাকে উদ্ধার করার জন্য রাবণ বধ করতে লঙ্কায় যাওয়ার পথ আরও সুগম হয়।