Garuda Purana 2022: গরুড় পুরাণ অনুসারে, এই ৮ কাজ করলে নরকে যাওয়া আটকানো অসম্ভব? কাজগুলি কী কী?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 10, 2022 | 3:15 PM

Go To Hell: শাস্ত্র এবং পুরাণ অনুসারে, যখন কোনও ব্যক্তির মৃত্যু হয়, তারপরে সে নতুন যাত্রা শুরু করে।

Garuda Purana 2022: গরুড় পুরাণ অনুসারে, এই ৮ কাজ করলে নরকে যাওয়া আটকানো অসম্ভব? কাজগুলি কী কী?

Follow Us

কর্মই (Work) একজন মানুষের ভাগ্য নির্ধারণ করে এবং একজন মানুষের মৃত্যুর পর সে দেবলোকে স্থান পাবে নাকি নরকে( Hell)। অনেক ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে কর্মই প্রধান ধর্ম। গরুড় পুরাণ (Garuda Purana 2022) অনুসারে যারা ভাল কাজ করে তাদের স্বর্গে এবং যারা খারাপ কাজ করে তাদের নরকে পাঠানো হয়। শাস্ত্র এবং পুরাণ অনুসারে, যখন কোনও ব্যক্তির মৃত্যু হয়, তারপরে সে নতুন যাত্রা শুরু করে। যখন একজন মানুষ মারা যান, তখন তার আত্মা দেহত্যাগ করে যাত্রা শুরু করে। সেই সময় সেই আত্মার কাছে তিন ধরনের পথ থাকে। তার কর্মই সিদ্ধান্ত নেয় মৃত ব্যক্তি কোন পথে যাবে। প্রথম পথটি অর্চি মার্গ, দ্বিতীয়টি ধুম মার্গ এবং তৃতীয়টি জেনেসিস বিনাশ মার্গ। দেবলোক এবং ব্রহ্মলোকে যাত্রার জন্য একটি অর্চি মার্গ রয়েছে। ধুম মার্গ পিতৃলোকে যাত্রার দিকে নিয়ে যায় এবং উৎপত্তি পথটি ধ্বংসের পথে নরকের দিকে নিয়ে যায়।

– গরুড় পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি কুয়ো, পুকুর বা অন্য কোনও জলের উৎসের ক্ষতি করে বা দূষিত করে, তাকে নরকে যেতে হবে। যেখান থেকে জলের উত্‍স হয় সেই জায়গাগুলিকে সর্বদা সম্মান করা উচিত।

– গরুড় পুরাণ অনুসারে, যে ব্যক্তি জীবনে ঈশ্বরের নাম নেন না, ভগবান শিব ও বিষ্ণুর নাম নেন না। এ ধরনের মানুষই নরকে যায়।

– যে ব্যক্তির মনে লোভ থাকে ও লোভের বশবর্তী হয়ে অন্যের সম্পত্তি বা সম্পদের প্রতি নজর রাখে, এছাড়া যে ব্যক্তি অন্যের গুণে দোষ খুঁজে পায় এবং অন্যের প্রতি সর্বদা হিংসা করে তাঁকে নরকে যেতে হয়।

– যে ব্যক্তি ব্রাহ্মণ, সাধু, ধর্মীয় গ্রন্থের নিন্দা বা সমালোচনা করেন, সেই ব্যক্তিকেও নরকে স্থান দেওয়া হয়।

– যাঁরা শিশুকে সম্মান করে না, যাঁরা কোনও অসুস্থ ও বয়স্কদের সেবা করেন না, তাদের প্রতি করুণা প্রদর্শন করে না, এমন ব্যক্তিক নরকে ঠাই হয়।

– গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তার সন্তান, স্ত্রী, ভৃত্য ও অতিথিদের না খাইয়ে আহার করে, পূর্বপুরুষ ও দেবতাদের পুজো করা ত্যাগ করেন, সেই ব্যক্তির নরকে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়।

– যদি কোনও ব্যক্তি সারাদিনের ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হয়ে আপনার বাড়িতে আসে, সেখান থেকে তাঁকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়, তাহলে যে ব্যক্তি তাকে অপমান করেছে তাঁর শাস্তি হিসেবে নরকে পাঠানো হয়।

-কোনও ব্যক্তি আত্মহত্যা করলে, নারী হত্যা করলে, গর্ভপাত করলে বা কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদান করলে সেই ব্যক্তি নরকে স্থান পায়। এছাড়া যারা মেয়েদের বিক্রি করে মিথ্যা বলে তাঁদের নরকেই ঠাই হয়।

Next Article