Vastu: বৃহস্পতিবার ভুলেও পা দেবেন না ঝাড়ুতে! রুষ্ট হন লক্ষ্মী
Broom: ঝাড়ু ঠিকমতো ব্যবহার না করলে অন্ধকার নেমে আসতে পারে জীবনে। তেমনই বৃহশ্পতিবার ভুলেও ঝাঁটায় পা দেবেন না। এদিন ঝাঁটা পরিষ্কার করে ধুয়ে রাখুন...
বাস্তুতে কিন্তু ঝাঁটার অন্যরকম কদর রয়েছে। আমরা ঝাড়ু দেওয়ার জন্যই ঝাঁটা ব্য়বহার করি। অনেকে যেখানে সেখানে ফেলেও রাখেন। কিন্তু বাস্তুবিদদের মতে, এই ঝাঁটাতেই লক্ষ্মীর বাস। থাকেন অলক্ষ্মীও। যে কারণে বাড়ি পরিবর্তনের সময় কখনও ঝাঁটা বয়ে নিয়ে যেতে নেই। তেমনই পুরনো ঝাঁটা ঘরের এককোণে রাখতে হয়। এছাড়াও বৃহষ্পতিবার ঝাঁটায় পা লাগলে রুষ্ট হন লক্ষ্মী।
সেই সঙ্গে ঝাঁটা কিন্তু যে খানে সেখানে ফেলে রাখতে নেই। কারণ ঝাঁটা অনেক সময় দুর্ভাগ্যও বয়ে আনে। যে কারণে ধনতেরাসে অলক্ষ্মী বিদায় করে নতুন ঝাঁটা বাড়িতে আনার প্রচলন রয়েছে। ঝাঁটার সঙ্গে জড়িত কিছু বিষয় মেনে চললে নানা সমস্যা থেকে রক্ষা পেতে পারি। ঝাঁটার সঙ্গে জড়িত কোন বিষয়গুলিকে উপেক্ষা করবেন না জেনে নিন।
পশ্চিম দিকের কোনও কক্ষে ঝাঁটা রাখুন
বাড়ির পশ্চিম দিকে কোনও কক্ষে ঝাঁটা রাখা উচিত। একে শুভ মনে করা হয়। এর ফলে সমস্যার অবসান ঘটে। এমনকি ঝাঁটার কারণে বাড়িতে কোনও অশুভ বা নেতিবাচক শক্তিও থাকে না।
ঝাঁটার কাজ না-থাকলে তা আলাদা রেখে দিন
বাড়ি বা অফিসে ঝাঁটার কাজ পূর্ণ হয়ে গেলে তা সকলের দৃষ্টি থেকে দূরে রেখে দিন। বাড়ি বা অফিসে পুরো দিন ঝাঁটা দেখা দেওয়াকে শুভ মনে করা হয় না। কাজ না-থাকা সত্ত্বেও নজর পড়তে পারে এমন স্থানে ঝাঁটা রাখলে, তা বাড়ির ইতিবাচক শক্তিকে দূর করে দেয়।
ভাঙা ঝাঁটা ব্যবহার করবেন না
অনেকে ভেঙে যাওয়া সত্ত্বেও সেই ঝাঁটা ব্যবহার করে থাকেন। তবে বাস্তু অনুযায়ী ভাঙা ঝাঁটা ব্যবহার করা উচিত নয়। ঝাঁটা ভেঙে গেলে তা সঙ্গে সঙ্গে পাল্টে ফেলুন। ভাঙা ঝাঁটা দিয়ে বাড়ি পরিষ্কার করলে নানা সমস্যার আগমন ঘটে।
ঝাঁটা কখনও দাঁড় করিয়ে রাখবেন না অনেকে ঝাটা ব্যবহার করার পর সেটিকে দাঁড় করিয়ে রাখেন। এটি নানা ধরনের অশুভ প্রভাবের দিকে ইঙ্গিত দেয়। তাই ঝাঁটা সবসময় শুইয়ে রাখা উচিত। এর ফলে আগেভাগেই নানা সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।
সন্ধ্যেবেলা ঘর ঝাড়ু দেবেন না
অনেকে সন্ধের সময় বাড়ি ঝাঁট দেন। তবে বাস্তু মতে এটি অশুভ। মনে করা হয় এর ফলে লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে যান। তাই সন্ধেবেলায় ঘর ঝাঁট দেবেন না। কিন্তু বিশেষ প্রয়োজনে সূর্যাস্তের পর ঝাঁট দিতে হলে, নোংরা একত্রিত করে বাইরে ফেলবেন না। বরং বাড়ির কোনও এক কোণে জড়ো করে রেখে দিন। মনে করা হয়, সূর্যাস্তের পর বাড়ির মাটি বাইরে ফেললে লক্ষ্মীও চলে যায় এবং পরিবারে দারিদ্র্যের বাস হয়।
আরও পড়ুন: Margashirsha 2021: কোন মাস কৃষ্ণের সবচেয়ে বেশি প্রিয়? গ্রহদোষ কাটতে এই মাসে তিনটি নিয়ম মানুন