Rebirth: মৃত্যুর ঠিক কতদিন পর পুনর্জন্ম হয়? কীভাবে কার দেহ ধারণ করে, সব প্রশ্নের উত্তর পাবেন গরুড় পুরাণে

Garuda Purana: কোনও প্রাণীর জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। মৃত্যুর পর মানুষের দেহে কী হয়? আবার কী সেই দেহের আত্মা অন্য কোনও শরীর ধারণ করে? মৃত্যুর পর মানুষের দেহ কোথায় যায়?  প্রিয়জনকে হারানোর পর মৃত্যু, আত্মা দেহ ছেড়ে কোথায় যায়, এমন কঠিন কঠিন প্রশ্ন সকলের মনেই উঁকি দেয়। 

| Edited By: | Updated on: Jun 28, 2024 | 1:14 PM
পুনর্জন্ম বা জাতিশ্মর, এই দুই শব্দের ব্যবহার করা নিয়ে রয়েছে অনেক চর্চা, তর্ক। কেউ মানেন না, কেউ আবার মানেন। তবে হিন্দুত্বের এই দুই শব্দের উপর বিশ্বাস, ভরসা রয়েছে। বিভিন্ন শাস্ত্র, পুরাণেও পুনর্জন্মের উল্লেখ রয়েছে। মৃত্যু ও মৃত্যু সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুড় পুরাণে। গরুড় পুরাণ হল সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ। ১৮টি মহাপুরাণের একটি হিসাবে বিবেচিত হয়।

পুনর্জন্ম বা জাতিশ্মর, এই দুই শব্দের ব্যবহার করা নিয়ে রয়েছে অনেক চর্চা, তর্ক। কেউ মানেন না, কেউ আবার মানেন। তবে হিন্দুত্বের এই দুই শব্দের উপর বিশ্বাস, ভরসা রয়েছে। বিভিন্ন শাস্ত্র, পুরাণেও পুনর্জন্মের উল্লেখ রয়েছে। মৃত্যু ও মৃত্যু সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুড় পুরাণে। গরুড় পুরাণ হল সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ। ১৮টি মহাপুরাণের একটি হিসাবে বিবেচিত হয়।

1 / 8
সনাতন ধর্মে, পরিবারের কোনও সদস্যের আত্মার শান্তি কামনায় টানা ১৩দিন ধরে গরুড় পুরাণ পাঠ করা হয়। বিশ্বাস করা হয় যে গরুড় পুরাণ পাঠ করলে আত্মা শুভ কর্ম ও মোক্ষ লাভ করে। এর সঙ্গে সঙ্গে এই পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ রহস্যও বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে প্রধানত হিন্দু দেবতা বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও সকল দেবদেবীর মাহাত্ম্য কীর্তন করা হয়েছে।

সনাতন ধর্মে, পরিবারের কোনও সদস্যের আত্মার শান্তি কামনায় টানা ১৩দিন ধরে গরুড় পুরাণ পাঠ করা হয়। বিশ্বাস করা হয় যে গরুড় পুরাণ পাঠ করলে আত্মা শুভ কর্ম ও মোক্ষ লাভ করে। এর সঙ্গে সঙ্গে এই পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ রহস্যও বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে প্রধানত হিন্দু দেবতা বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও সকল দেবদেবীর মাহাত্ম্য কীর্তন করা হয়েছে।

2 / 8
কোনও প্রাণীর জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। মৃত্যুর পর মানুষের দেহে কী হয়? আবার কী সেই দেহের আত্মা অন্য কোনও শরীর ধারণ করে? মৃত্যুর পর মানুষের দেহ কোথায় যায়?  প্রিয়জনকে হারানোর পর মৃত্যু, আত্মা দেহ ছেড়ে কোথায় যায়, এমন কঠিন কঠিন প্রশ্ন সকলের মনেই উঁকি দেয়। 

কোনও প্রাণীর জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। মৃত্যুর পর মানুষের দেহে কী হয়? আবার কী সেই দেহের আত্মা অন্য কোনও শরীর ধারণ করে? মৃত্যুর পর মানুষের দেহ কোথায় যায়?  প্রিয়জনকে হারানোর পর মৃত্যু, আত্মা দেহ ছেড়ে কোথায় যায়, এমন কঠিন কঠিন প্রশ্ন সকলের মনেই উঁকি দেয়। 

3 / 8
ব্যক্তির কর্ম অনুসারে স্বর্গ বা নরকে যেতে পারবেন, এমন কথাও উল্লেখ রয়েছে গরুড় পুরাণে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, একজন ব্যক্তির মৃত্যুর পরে, দেহ থেকে আত্মা বের হয়ে নিজের ও তার পরিবারের চারপাশে কিছুদিন ঘুরে বেড়ায়। আবার কর্মফলের জেরে জীবনে কোনও কৃতকর্মের কারণে যে কোনও রূপে জন্ম নিতে হতে পারে।

ব্যক্তির কর্ম অনুসারে স্বর্গ বা নরকে যেতে পারবেন, এমন কথাও উল্লেখ রয়েছে গরুড় পুরাণে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, একজন ব্যক্তির মৃত্যুর পরে, দেহ থেকে আত্মা বের হয়ে নিজের ও তার পরিবারের চারপাশে কিছুদিন ঘুরে বেড়ায়। আবার কর্মফলের জেরে জীবনে কোনও কৃতকর্মের কারণে যে কোনও রূপে জন্ম নিতে হতে পারে।

4 / 8
এই অনুসারে, একজন ব্যক্তির দ্বিতীয় বা পরবর্তী জন্ম কেবল তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। সারা জীবনে এ কাজ করলে মানুষ মৃত্যুর পর কাক হয়ে জন্মায়। কিন্তু মৃত্যুর পর আত্মা কোথায় যায়? কীভাবে দেহ ধারণ করে? এসবের উত্তর জানতে পারবেন এই পুরাণে। 

এই অনুসারে, একজন ব্যক্তির দ্বিতীয় বা পরবর্তী জন্ম কেবল তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। সারা জীবনে এ কাজ করলে মানুষ মৃত্যুর পর কাক হয়ে জন্মায়। কিন্তু মৃত্যুর পর আত্মা কোথায় যায়? কীভাবে দেহ ধারণ করে? এসবের উত্তর জানতে পারবেন এই পুরাণে। 

5 / 8
গরুড় পুরাণ অনুসারে, মৃত্যুর পরে আত্মা দীর্ঘ সময়ের জন্য বাইরে ঘুরে বেড়ায়। যমদূত প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যায়। যেখানে ঐ ব্যক্তির কাজের হিসেব করে বিচারকাজ চলে। খারাপ ও ভালো কাজের ভিত্তিতে একজনের পুনর্জন্ম হয়, বলে মনে করা হয়। 

গরুড় পুরাণ অনুসারে, মৃত্যুর পরে আত্মা দীর্ঘ সময়ের জন্য বাইরে ঘুরে বেড়ায়। যমদূত প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যায়। যেখানে ঐ ব্যক্তির কাজের হিসেব করে বিচারকাজ চলে। খারাপ ও ভালো কাজের ভিত্তিতে একজনের পুনর্জন্ম হয়, বলে মনে করা হয়। 

6 / 8
গরুড় পুরাণ অনুসারে, কর্ম অনুসারে পুনর্জন্ম হয় মানুষের। কোনও ব্যক্তি খারাপ কাজ করলে নরকে যেতে হয়। আবার জীবনে অনেক ভালো কাজ করলে স্বর্গযাত্রা করেন একজন। তবে মাথায় রাখতে হবে,  মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছতে আত্মাকে প্রায় ৮৬ হাজার যোজন দূরত্ব অতিক্রম করতে হয়।

গরুড় পুরাণ অনুসারে, কর্ম অনুসারে পুনর্জন্ম হয় মানুষের। কোনও ব্যক্তি খারাপ কাজ করলে নরকে যেতে হয়। আবার জীবনে অনেক ভালো কাজ করলে স্বর্গযাত্রা করেন একজন। তবে মাথায় রাখতে হবে,  মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছতে আত্মাকে প্রায় ৮৬ হাজার যোজন দূরত্ব অতিক্রম করতে হয়।

7 / 8
গরুড় পুরাণ অনুসারে, মৃত্যুর পর সাধারণত ৩ থেকে ৪০ দিনের মধ্যে পুনর্জন্ম লাভ হয়। পুরাণ অনুযায়ী, কর্মের ভিত্তিতে পুনর্জন্ম লাভ করেন একজন ব্যক্তি। মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মের হিসেব নেওয়ার পর তার পুনর্জন্ম হয়। তার মানে তার পরবর্তী জন্ম তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়।

গরুড় পুরাণ অনুসারে, মৃত্যুর পর সাধারণত ৩ থেকে ৪০ দিনের মধ্যে পুনর্জন্ম লাভ হয়। পুরাণ অনুযায়ী, কর্মের ভিত্তিতে পুনর্জন্ম লাভ করেন একজন ব্যক্তি। মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মের হিসেব নেওয়ার পর তার পুনর্জন্ম হয়। তার মানে তার পরবর্তী জন্ম তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়।

8 / 8
Follow Us:
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা